ছবিটির আসল গল্প জানেন কি! জানার বয়স ১০০ বছর

ছবিটির আসল গল্প জানেন কি! জানার বয়স ১০০ বছর



-রেডিও শহর ডেস্ক 

অমর্ত্য সেনের মা।


নোবেলজয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেন ১৯১২ সালের ১৭ জুলাই  জন্মগ্রহণ  করেন। অমিতা সেনের বাবা আচার্য ক্ষিতিমোহন সেন ছিলেন শান্তিনিকেতনের শিক্ষক এবং উপাচার্য। মায়ের নাম কিরণবালা।


তাঁদের পৈতৃক নিবাস ছিল  বাংলাদেশের তৎকালীন বিক্রমপুরের- বর্তমান মুন্সীগঞ্জ জেলার সোনারং গ্রামে। অমিতার ছাত্রীজীবন কাটে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে। বাংলা 'শ্রাবণ' মাসে অমিতার জন্ম হয়েছিল বলে রবীন্দ্রনাথ অমিতাকে 'শ্রাবণী' বলেই সম্বোধন করতেন। 


সঙ্গীতে তার গুরু ছিলেন রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পরিচালিত বিভিন্ন উৎসবে ও নৃত্যানুষ্ঠানে আশৈশব যুক্ত থেকেছেন। নৃত্য ও অভিনয়ে বিশেষ পারদর্শিনী ছিলেন তিনি। ' জুজুৎসুও শিখেছিলেন জাপানি প্রশিক্ষক তাগাকাকির কাছে। 

অমিতা সেন শান্তিনিকেতনেই লেখাপড়া করেন।আমৃত্যু সেখানেই নানা দায়িত্ব পালন করেন। 


১৯৩২ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি-রসায়নবিদ আশুতোষ সেনের (এ টি সেন) সাথে তার বিবাহ হয়। 

 বগুড়া জেলাশহরে ১৯০১ সালের ৩০ নভেম্বর আশুতোষ সেন জন্মগ্রহণ করেন।  তাঁর পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার মত্তগ্রাম । এ.টি সেনের পিতা দেওয়ান বাহাদুর সারদা প্রসাদ সেন ছিলেন বগুড়ার একজন জেলা জজ এবং পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিযুক্ত হন। আশুতোষ সেনের শিক্ষা সম্পন্ন হয় ঢাকাতেই। এর পর তিনি ইংল্যান্ড যান এবং Rothamsted Experimental Station-এ মৃত্তিকা বিজ্ঞানে গবেষণাকর্ম পরিচালনা করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।লন্ডন থেকে ডিগ্রি নিয়ে ড. সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান ইউনিটে শিক্ষক হিসেবে যোগদান করেন।অধ্যাপক ড. সেন ১৯৭১ খ্রিস্টাব্দের ২৯ মার্চ পরলোক গমন করেন।


১৯৯৮ খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁদের পুত্র।


অমিতা সেন রবীন্দ্রনাথের ‘শাপমোচন’, ‘নটীর পুজা’ নৃত্যনাট্যসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশ নিয়েছেন, শান্তিনিকেতনের অর্থনৈতিক দৈন্যদশাকালে অর্থ সংগ্রহে ভূমিকা রাখেন।অমিতা সেন নিজেকে সর্বত্র আশ্রমকন্যা বলে পরিচয় দিতেন। 


২২ আগস্ট ২০০৫ (বয়স ৯৩)

শান্তিনিকেতনে অমিতা সেনের মৃত্যু হয়।


তথ্য সূত্র গুগল....

ডেস্ক রিপোর্ট 

Post a Comment

Previous Post Next Post