স্বামী ভিকি কৌশলকে স্বু খবর দিলেন ক্যাটরিনা

স্বামী ভিকি কৌশলকে স্বু খবর দিলেন ক্যাটরিনা


-রেডিও শহর ডেস্ক
 

ক্যাটরিনা কাইফ? নামটি চোখের সামনে এলেই! সিনেমা প্রেমিদের সাল্লু ভাইয়ের কথা মনে পরে,  মনে তো পড়বেই  কারন বলিউড ইনড্রাজট্রিজে তে! সাল্লু খ্যাত সালমান খানই তাকে পোক্ত অবস্থানের ব্যাবস্থা করে দিয়েছিলেন এবং তারা বেশ লম্বা চওড়া একটি রিলেশনের পর আলাদাও হয়ে গেছিলেন। 

দর্শক মহলে তাদের মিয়ে কত আলোচনা সমালোচনার ঝড়ও উটতো সেসময়! তবে এসব এখন অতীতই বলা চলে! সাল্লুর সাথে এক প্রকার অভিমান করেই হয়তো? ভিকি কৌশল কে ক্যাটরিনা ভালোবেসে বিয়ে করেছিলেন। 

এবং তারা বর্তমান সময়ে খুব চুটিয়েই সংসার করছেন যৌথ ফ্যামিলিতে, এক সাক্ষাৎকারে ক্যাটরিনার শ্বশুর এবং শ্বাশুড়ি তাদের বৌমা ক্যাটরিনা সম্পর্কে বলেছিলেন? ক্যাটরিনা সত্যিই অন্যরকম একটি মেয়ে সে সব সময় আমাদের সহ তার স্বামী সহ পরিবারের অন্যদের যথেষ্ট খেয়াল রাখার চেস্টা করেন৷ 

বিয়ের ছ মাস পর ক্যাটরিনা তার স্বামী ও শ্বশুর শ্বাশুড়িকে জানালেন? তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন যদি সকলের অনুমতি মেলে! তাহলে সে সিনেমাটিডে কাজ করবে, ক্যাটরিনার এমন কথায় স্বামী ভিকি কৌশল এবং তার শ্বশুর শ্বাশুড়ি খুশির সাথে জানালেন! তিনি যেন সিনেমাটিডে অবশ্যই কাজ করেন৷ 


এদিকে সোশ্যাল মিডিয়ায় এতিট করা ক্যাটরিনার প্রেগন্যান্ট দেখানো একটি ছবি দেখে তার ভক্তকূল খুবই হতাশ হয়েছিলেন

তবে এটা যে কম্পিউটার বা মোবাইল থেকে এডিটকৃত ছবি সেটা তার ভক্তরা পরবর্তী সময়ে বুঝতে পারেন। 


ডেস্ক রিপোর্ট Gwa

Post a Comment

أحدث أقدم