-রেডিও শহর ডেস্ক
সালটা ২০০৬ খুবই ছোট্ট একটি মেয়ে এসেছিলো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ রিয়েলিটি শোতে অডিশন দিতে এবং অডিশন দেয়ার পর শ্রদ্ধেও বিচারকগন তার কন্ঠের প্রসংশায় পঞ্চমুখ হন এবং রিয়েলিটি শোর ধাপে ধাপে তিনি ভালো পার্ফম্যান্স করে দর্শক ভোটে তিনি তার লক্ষ্যে পৌছতে সক্ষম হন এবং শোটির বিচারক প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল তার কন্ঠে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে মা সম্মোধন করেন এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি এবং তিনি পরবর্তী সময় গান গেয়ে তার অভাবী সংসারের হাল ধরে পরিবারকে ভালো অবস্থানে নিয়ে যান,
বলছিলাম ফল্ক কোকিল কন্ঠী সালমার কথা সম্প্রতি তিনি তার নিজ এলাকায় একটি রিসোর্ট তৈতী করেছেন এবং তিনি জানিয়েছেন! আমার অনেক দিনের ইচ্ছে ছিলো নিজ এলাকায় একটি মনোরম পরিবেশের রিসোর্ট তৈরী করবো এবং সেখানে মানুষ রাত্রি যাপন করতে পারবে তবে রিসোর্ট এর কাজ এখনো শেষ হয়নি আর অল্প কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পুর্ন হওয়ার পর রিসোর্টটি উদ্বোধন করে থাকার জন্য উন্মুক্ত করে দিবো
বর্তমানে এই কন্ঠ শিল্পী তার পরিবার এবং স্বামী সন্তান নিয়ে নিজ এলাকাতেই বসবাস করছেন এবং মিউজিক ভিডিও সহ বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে বেশ ভালো সময় পার করছেন৷
বিনোদন ডেস্ক Gwa
إرسال تعليق