শাকিবিয়ানদের জন্য শাকিব খানের স্বু খবর আমেরিকা থেকে

শাকিবিয়ানদের জন্য শাকিব খানের স্বু খবর আমেরিকা থেকে


-রেডিও শহর ডেস্ক
 

তিনি নানান রকম প্রতিকূলতাকো পাশ কাটিয়ে তার ক্যারিয়ারের শীর্ষে আজ এবং তিনি বাংলা সিনেমা অংঙনকে অশ্লীলতার হাত থেকে বাচিয়ে সিনেমা প্রেমিদের সামাজিক লভ স্টোরি সিনেমা মুখী করেছেন,

হ্যা প্রিয় পাঠক আপনাদের প্রিয় নায়ক শাকিব খানের কথাই বলছিলেন এভাবে, একজন শাকিব ভক্ত এবং এ ভক্ত জানালেন! প্রতি ঈদেই শাকিব খানের সিনেমা থাকে কিন্তু এই কোরবানির ঈদে ্শাকিব খানের নতূন কোনো সিনেমা হলে না আসায় মনটা ভীষন রকম খারাপ ছিলো আর তাই এবার কোরবানির ঈদে আর সিনেমা দেখতে যাওয়া হয়নি তবে শুনেছি অনন্ত জলিলের দিন দ্যা ডে সিনেমাটি নাকি বেশ এ্যাকশনের তাই ভাবছি দিন দ্যা ডে একবার দেখে আসবো  তবে! দিনশেষে প্রিয় নায়ক শাকিবের নতূন সিনেমার জন্যই আমরা শাকিবিয়ানরা অপেক্ষায় থাকবো,

তবে প্রিয় নায়কের গলুই সিনেমাটি রোজার ঈদে দেখেছিলাম  সব কিছু মিলিয়ে গলুই সিনেমাটি খুবই ভালো লেগেছিলো এবং সময় সুযোগ হলে! আমি আবারও হলে গিয়ে গলুই দেখে আসবো

প্রিয় পাঠক সম্প্রতি সকলের প্রিয় নায়ক শাকিব খান তার ফেসবুক ওয়ালে একটি প্রাইভেট কারে বসা ছবির ক্যাপশনে লিখেছেন! গলুই এখন আমেরিকার সিনেমা হলে চলছে এবং আমি অন দ্যা ওয়েতে, অর্থাৎ তিনি তার অভিনীত গলুই সিনেমাটি দেখার জন্য আমেরিকার সিনেমা হলে যাচ্ছেন 


তো প্রিয় পাঠক প্রিয় নায়কের কোন সিনেমাটি আপনি সব চেয়ে বেশি পছন্দ করেন এবং সেটি নিচের কমেন্ট বক্সে লিখে মতামত জানান৷ 


বিনোদন ডেস্ক Gwa

Post a Comment

Previous Post Next Post