শাকিব খানের বিয়ের ঘোষনার পর এবার! অপু বিস্বাসও তার নতূন সংসারে পা রাখলেন

শাকিব খানের বিয়ের ঘোষনার পর এবার! অপু বিস্বাসও তার নতূন সংসারে পা রাখলেন


-রেডিও শহর ডেস্ক
 

সিনেমা অংঙনে আলোচনা সমালোচনা নতূন কোন বিষয় নয় ঠিক তেমনি! ভক্তদের আলোচনার কেন্দ্র বিন্দুতে শাকিব খান এবং অপু বিস্বাসের নামটা একই সুতোয় গাথা থাকে বারো মাস,

সিনেমার নায়ক নায়িকাদের পর্দায় যেমব প্রেম প্রীতি ভালোবাসা কান্না হাসি কাছে আসা থাকে! ঠিক তেমনিই কখনো কখনো এসব বিষয় তাদের বাস্তব জীবনেও প্রভাব ফেলে এবং সেই প্রভাবে তারা আবেগী হয়ে কখনো আবার বাস্তব জীবনেও সিনেমা পর্দা ভেদ করে জীবন সংসারে মিলিত হন!

তবে সেই সংসার কদিন বাদেই আবার! তাসের ঘরে পরিনত হয়ে খর কুটোর মত উড়ে যায়, আসলে পর্দার জীবন আর বাস্তব জীবন কখনো এক হয়না এবং এটাই বারবার প্রমানিত হয় মিডিয়া অংঙনে, ঠিক তেমনি পর্দায় দীর্ঘ সময় জুটি বেধে অভিনয় করা শাকিব খান ও অপু বিস্বাস মিডিয়াকে অজানায় রেখে বিয়ে করেছিলেন ২০০৮ সালে এবং বেশ কিছু বছর তারা চুটিয়ে সংসার করার পর তাদের সন্তান আসে পৃথীবিতে, আব্রাহাম খান জয় //

এবং সন্তান হওয়ার বিষয়টি অপু বিস্বাস বেশ কিছু সময় মিডিয়ার আড়ালে রাখলেও! শেষমেষ তিনি তার সংসার জীবন এবং সন্তান কে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য মিডিয়ার দারস্থ হন এবং এ নিয়ে মিডিয়ার মাধ্যমে তাদের ভক্তদের মাঝে কিঞ্চিৎ আলোচনা সমালোচনার ঝড় ওঠে এবং অপু সংসার বাচানোর শত চেস্টায় তখন শাকিব খানের মনের বরফ গলেনি এবং কিছু সময় পর তারা ডিভোর্সের মাধ্যমে  আলাদাও হয়ে যান, তবে? এ সেরা জুটি আলাদা হওয়ার কারন কিন্তু এখন সেভাবে স্পষ্ট নয় তবে দর্শক মহলের ধারনা শাকিব খান তার ক্যারিয়ার ঠিক রাখার জন্যই অপুকে সন্তান ও সংসার জীবনের বিষয়টি সকলের সামনে না আনতে নিষেধ করায় অপু সেটি মেনে নিতে না পারাতেই এমন ভাবে দুজনকে আলাদা হতে হয়েছে,

বেশ লম্বা সময় হালের চিত্র নায়ক অপু থেকে আলাদ থাকার পর এবার জানালেন! তিনি আমেরিকা থেকে ফিরেই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবং এ বিষয়ে ভক্তদের মনেও নানা রকম প্রশ্ন জন্ম নিয়েছে! অনেক শাকিবিয়ান এও বলছে? হয়তো গলুই সিনেমা করতে গিয়ে পূজা চেরির সাথে শাকিব খানে প্রেম হয়েছে এবং দেশে ফিরে হয়তো তাকেই সে বিয়ে করবেন, এমন হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে শাকিবিয়ানদের মনে তবে এসবকে হালের এই চিত্র নায়ক গুন্জন বলে উড়িয়ে দিয়ে বলেন, এমন কিছুই না বিয়ে করলে আমি আমার পরিবারের মতামতকেই গুরুত্ব দিয়ে বিয়ের পিড়িতে বসবো... 

এদিকে এসব নিয়ে ঢালিউড কুইন চিত্র নায়িকা অপু বিস্বাস কোনো মন্তব্য না করে তিনি তার নতূন সংসারে পা রাখছেন সিনেমা অংঙনকে নতূন কিছু উপহার দেয়ার জন্য এবং এর জন্য তাকে সরকারী ভাবে ৬৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে, তিনি তার তার সিনেমা ক্যারিয়ারকে আরও উচ্চ অবস্থানে নেয়ার জন্য সরকারী অনুদানের টাকায় ( লাল শাড়ি ) নামের একটি সিনেমা প্রযোজনা করতে চলেছেন এবং এই সিনেমাটি নিয়ে তিনি বেশ  আশাবাদী। 


কলমে.... Gwa





Post a Comment

নবীনতর পূর্বতন