-রেডিও শহর ডেস্ক
ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি তবে ঈদ কিন্তু খুশিকে ছাপিয়ে কখনো কখনো কথার বিড়ম্বনায় রুপ নেয়! এবং আগন্তক এমন বিড়ম্বনায় পড়তে হয় খোদ সুপার স্টারদের, ঠিক তেমনই এক কথার বিড়ম্বনায় পড়তে হয়েছে ভারতীয় কিং খান শাহরুখ খান সহ বাংলাদেশি কিছু স্টারকে, এবং এসব বিরম্বনার মূল কারনে আর কেউই নন! এরা হলেন কোরবানির হাটে গরু নিয়ে আসা ব্যাপারি....
সম্প্রতি গত দুদিন যাবৎ গরুর হাট গুলোতে যেয়ে দেখা যায় গরুর ব্যাপারিরা তাদের গরু গুলোর সাথে সুপার স্টারদের নাম জুরে দিয়ে ভাইরাল করে বিক্রির চেস্টা অব্যহত রেখেছেন! যেমনঃ একজন ব্যাপারি তার গরুকে ভালোবেসে শাহরুখ খান নাম দিয়েছেন অন্য একজন দিয়েছেন হিরো আলম অপর অন্য দুজন ব্যাপারি নাম রেখেছেন জায়েদ খান এবং শাকিব খান তবে এসকল নাম দেয়ার পরও নামধারীরা কিতু! সোশ্যাল মিডিয়াতে এসব নিয়ে টু শব্দটিও করেননি, কিন্তু সবাই তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়!
সোস্যাল মিডিয়ায় যখব ওমর সানি তার নামে একটি গরুর নাম দেখতে পান? তখন তিনি বলেন! ইসলামে কিন্তু এসব নিষেধ আছে এবং কোন মানুষের নাম পশুকে দেয়া উচিত নয় তবে যে গরুর ব্যাপারি ওমর সানির নামে তার গরুর নাম রেখেছিলেন তিনি বলেন? আসলে আমি চিত্র নায়ক ওমর সানির অনেক বড় ভক্ত আর তাই ওমর সানিকে ভালোবেসে গরুর হাটে নিজ গরুকে ওমর সানি সাহেবের নাম দিয়েছি।
ডেস্ক রিপোর্ট Gwa
একটি মন্তব্য পোস্ট করুন