অনন্ত জলিলের দ্যা ডে নিয়ে শক্তিমান পরিচালক কাজী হায়াৎ এর কঠিন মন্তব্য

অনন্ত জলিলের দ্যা ডে নিয়ে শক্তিমান পরিচালক কাজী হায়াৎ এর কঠিন মন্তব্য


-রেডিও শহর ডেস্ক
 

তিনি একজন সফল চিত্র পরিচালজ এবং সিনেমা অংঙনে তার যথেস্ট সুনাম রয়েছে তিনি চিত্র নায়ক মান্না সহ ঢালিউড পাড়ার বর্তমান কিং খান খ্যাত শাকিব খানকে নিয়েও তৈরী করেছেন হিট সিনেমা //

এবার সেই তিনিই ( কাজী হায়াৎ ) ঢালিউডের বিগ বাজেট সিনেমা কিং অনন্ত জলিলের দি দ্যা ডে নিয়ে মুখ খললেন এবং সাংবাদিকদের জানালেন আমরা বেশ কিছু পরিচালক আজ অনন্ত জলিলের আমন্ত্রণে আজ যমুনা ব্লক বাস্টারে দিন দ্যা ডে সিনেমাটি দেখলাম - এ সময় সাংবাদিকরা জনাব কাজী হায়াৎ কে প্রশ্ন করেন! ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা দেখে আপনার কাছে কি মনে হলো? এমন প্রশ্নের উত্তরে এ গুনী পরিচালক বলেন! দেখুন সিনেনা একশো কোটি বা এক তার কম বেশি বড় কথা নয়, কথা হচ্ছে সিনেমাটি যে ব্যায় বহুল বাজেটের সেটা আমরা সিনেমা দেখেই বুঝতে পেরেছি এবং অনান্য উপস্থিত পরিচালকগন একই মন্তব্য করেন, 

এ সময় সকল পরিচালকের সাথে বি বাজেট সিনেমা কিং জনাব অনন্ত জলিল বলেন! আমি স্যারদের দিন দ্যা ডে দেখার জন্য আজ যমুনা ব্লক বাস্টারে আমন্ত্রণ জানিয়েছি এবং আমি সকলের টিকেট নিজেই নিয়েছি তবে কিছু মহল ছাড়া আমার প্রিয় সিনেমা প্রেমী দর্শক ঠিকই দিন দ্যা ডে দেখে প্রসংশা করেছে এবং আমি সেসব মহলকে বলতে চাই! যারা দিন দ্যা ডে নিয়ে কুরুচিপূর্ণ কথা বার্তা ছড়াচ্ছেন? তারা সিনেমা হলে আসুন এবং দিন দ্যা ডে দেখে মন্তব্য করুন  এবং আমি আমার শ্রদ্ধেও সিনেমা পরিচালক স্যারদেরকে পাশে রেখেই বলতে চাই আমি ওনাদেরকে সব সময় স্যার বলে ডাকি এবং মন থেকে সকলকে সম্মান করি চাইলে আপনারা জেনে নিন স্যারদের কাছ থেকে,

এসময় লক্ষ্য করা যায় বিগ বাজেট সিনেমা কিং জনাব অনন্ত জলিল এসব কথা বলার সময় চিত্র পরিচালক জনাব কাজী হায়াৎ সাহেব অনন্ত জলিলের পিঠ চাপড়ে সকলকে বোঝাতে চেয়েছেন! হ্যা সে যেটা বলছে সেটা অবশ্যই সত্য এবং তার ভেতর সিনিয়রদের প্রতি সম্মানবোধ সব সময়ই কাজ করে। 


বিনোদন ডেস্ক Gwa


Post a Comment

أحدث أقدم