-রেডিও শহর ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা,বরেন্য নৃত্যশিল্পী, এক সময়ের বাংলা সিনেমার অপরিহার্য্য নৃত্য পরিচালক আমির হোসেন বাবু ভাই।
সবার প্রিয় বাবু ভাই.....
হাসি-খুশিমাখা এই মানুষটি আমারও খুব প্রিয়।পরিচয়ের প্রথম দিন থেকেই সহকারী পরিচালক হিসেবে তাঁর মন জয় করেছিলাম।
শিবলী ভাইয়ার পরিচালনায় দোলনা ছবির আউটডোর সুটিং করার জন্য প্রায় মাস খানেক নেপালের কাঠমুন্ডুতে ছিলাম।নেপালে খুব শীত পড়েছিলো তখন।এর মধ্যেই একদিন শিবলী ভাইয়ার জন্মদিন উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক ঢালি ভাই ও রোজিনা ম্যাডাম।জমজমাট সেই পার্টিতে ছিলেন ক্যামেরাম্যান মাহফুজুর রহমান ভাই,আলমগির ভাই,খলিল ভাই,এটিএম শামসুজ্জামান ভাই, দিলদার,সুলতানা আপা, রেবেকা...ও হ্যা দোলনা সিনেমাতেই নোতুন মুখ হিসেবে রেবেকার প্রথম আবির্ভাব হয়।
শিবলী ভায়ের জন্মদিনের দিন খুব ঠান্ডা পড়েছিলো।বড়রা সব পার্টিরুমে আড্ডায় আলাপে ব্যাস্ত।আমি আর সেলিম আজম পার্টি রুমের বাইরের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম। আমার শরীরে তেমন গড়ম কাপড় ছিলোনা।শীতে কাঁপছিলাম।হঠাৎ টের পেলাম আমার শরীরে কে যেন একটা গড়ম চাঁদর জড়িয়ে দিচ্ছেন।আমি ঘুরে তাকালাম,দেখলাম বাবু ভাই।আমি অবাক হয়ে বললাম-'আরে বাবু ভাই চাঁদরটা আমারে দিয়া দিলেন যে,আপনার ঠান্ডা লাগবো তো।'বাবু ভাই বললেন-'আরে পার্টি চলতাছে আমি এমনিতেই গরমে আছি।তুমি ঠান্ডায় বাইরে আসছো গরম কাপড় নিয়া বাহির হইবা না!
আর এই নাও এইটা খাও গরম লাগবো।সেলিম তুমিও নাও।'বলে আমার হাতে একটা আর সেলিমের হাতে একটা কোকোর খোলা ক্যান ধরিয়ে দিয়ে গেলেন।কোকে চুমুক দিতেই বুঝলাম শরীরটা সত্যই গরম হয়ে উঠছে.....
বাবু ভাইয়ের প্রস্থান পথের দিকে তাকিয়ে দেখলাম আর ভালোবাসায় মুগ্ধ হয়ে ভাবলাম, 'রক্তের নয়,আত্মার আত্মিয় বুঝি এমন হয়'!
সেই ভালোবাসা বাবু ভাই ওপারে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত অক্ষুন্ন ছিলো।
বাবু ভাই নৃত্য পরিচালক,আমি সহকারী পরচালক এমন অনেক সিনেমা আমরা এক সঙ্গে করেছি।
আমি পরিচালক হওয়ার পর আমৃত্যু বাবু ভাই আমার সিনেমার অনেক গানের নৃত্য পরিচালনা
করেছেন।
আমার ভুলোনা আমায় ছবির
'আমিতো একদিন চলে যাবো' গানটির নৃত্য পরিচালক ছিলেন বাবু ভাই।লিখেছিলাম আমি।সুর দিয়েছিলেন ইমতিয়াজ বুলবুল।
প্লেব্যাক করেছিলন এন্ড্রু কিশোর।
পর্দায় অভিনয় করেছিলেন শাবনূর, অমিত,বাপ্পারাজ।আরও ছিলেন এটিএম শামসুজ্জামান, আফরোজা বানু,দিলদার,ইদ্রিস,ববি,শাখাভাই... আরও অনেকে।
সেটে বসে বাবু ভাই বেশ কয়েকবার গানটা শুনে বলেছিলেন-'ওয়াকিল,সত্যই লিখছো-একদিন সবাই এই পৃথিবী ছাইড়া চইলা যামু,তারপরও প্রিয় মানুষের অন্তরে বাঁইচা থাকনের জন্য কত যে আকুতি.....
অনুরোধ.....
ভুলোনা আমায়......
বাবু ভাইকে আমরা কি ভুলে গেছি?হয়তো ভুলি নাই!
আজ ০৯ জুলাই ২০২২।
বাবু ভায়ের মৃত্যু দিবস।
ওপারে মহান আল্লাহ যেন–
'রক্তের নয় আত্মার আত্মিয়' বাবু ভাইকে ভালো রাখেন......
ক্ষমায় আশ্রয় দান করেন!
ডেস্ক রিপোর্ট
লেখা ওয়াকিল আহমেদ এর পোস্ট থেকে
Post a Comment