মাংস শব্দের অর্থ জানেন কি? না জানলে অবশ্যই জানা উচিত

মাংস শব্দের অর্থ জানেন কি? না জানলে অবশ্যই জানা উচিত


-রেডিও শহর ডেস্ক
 

আমরা অনেকেই মাংস খেতে বেশ পছন্দ করি কিন্তু কখনো আমরা মাংস শব্দটির অর্থ খুজতে যাইনি এবং এও সত্য যে এসকল শব্দের মানে আমরা অনেকেই খুজতে যাইনা  তবে আহার যোগ্য শব্দ গুলোর মানে কিন্তু আমাদের সকলেরই জানা উচিত,  আসুন জেনে নেয়া যাক আসলে মাংস শব্দের অর্থ কি এবং এমন শব্দ কিভাবে আসলো??


মাংস অর্থ= "মায়ের অংশ"

এমনটা যারা মনে করে তারা ভুল করছে।


আসলে মাংস’ শব্দটির উৎস হচ্ছে সংস্কৃত (মন + স) থেকে। বাংলা একাডেমি ‘মাংস’ শব্দের অর্থ লিখেছে, ‘প্রাণীর দেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী শরীরের অংশবিশেষ’।

গোশত শব্দটি ফারসী ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যার অর্থ মাংসকেই বোঝানো হয়েছে। সুতরা মাংস এবং গোশত শব্দের মধ্যে প্রার্থক্য হচ্ছে মাংস শব্দটি সংস্কৃত শব্দ হতে এসেছে গোশত শব্দটি ফারসী শব্দ থেকে এসেছে।

ডেস্ক রিপোর্ট 


Post a Comment

নবীনতর পূর্বতন