নায়িকা পূর্নিমার দ্বিতীয় বিয়ে করা নিয়ে নেট দুনিয়ায় হৈ চৈ

নায়িকা পূর্নিমার দ্বিতীয় বিয়ে করা নিয়ে নেট দুনিয়ায় হৈ চৈ


-রেডিও শহর ডেস্ক
 


৯০ এর শেষের দিকে ঢালিউড সিনেমা অংঙনে যে সব নায়িকা এসে এখনো স্বগর্বে মিডিয়ায় রাজ করে টপ অবস্থানে আছেন!  তাদের ভেতর অন্যতম হলো চিত্র নায়িকা পূর্নিমা এবং তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন নবম শ্রেনি পড়ুয়া অবস্থায়, তবে তিনি যে এত কম বয়সে সিনেমা অংঙনে এসেছিলেন সেটিও কিন্তু ঠিক নয়, তার আগেও একজন ছিলেন আর তিনি হলেন চিত্র নায়িকা শাবনূর, উইকিপিডিয়া সূত্রে দেখা যায়! চিত্র নায়িকা শাবনূর তার সিনেমা ক্যারিয়ার শুরু করেন মাত্র ১৪ বছর বয়সে এবং তিনি সে সময়ের হিট এবং আলোচিত নায়ক সালমান শাহর বিপরীতে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়ে, রাতারাতি ঢালিউড কুইন খ্যাতি অর্জন করে নিয়েছিলেন

তবে শাবনূরের পরে ক্যারিয়ার শুরু করেও চিত্র নায়িকা পূর্নিমা উপহার দিয়েছেন অনেক গুলো হিট সিনেমা তবে এ নায়িকা অনান্য নায়কের সাথে জুটি বাধলেও তিনি তার ক্যারিয়ারের উত্থান মুখ দেখেন চিত্র নায়ক রিয়াজের সাথে জুটি বাধার পর এবং তারপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি

তবে সম্প্রতি এ নায়িকার দ্নিতীয় করা নিয়ে নেট দুনিয়ায় এক প্রকার হৈ চৈ পড়া অবস্থা চলছে, এবং তার বেশির ভাগ ভক্তই বলছে? তিনি বিয়েটা না করলেও পারতেন তাদের একমাত্র মেয়েটা এখন বাবা এবং মাকে এক  সাথে আর কাছে পাবেনা সহ বিভিন্ন পজিটিভ কমেন্টে 

২০০৭ সালে প্রথম বিয়ে করেন ঢালিউড বিউটি কুইন পূর্নিমা এবং তার প্রথম স্বামীর নাম ছিলো ফাহাদ জামিল এবং বিয়ের প্রায় ছ বছর পর তাদের কোল জুরে আসে আর্শিয়া  উমাইজা ( তাদের কন্যা সন্তান )


তিনি বর্তমানে দ্বিতীয় বিয়ে করেছেন দেশের স্বনামধন্য  কোন এক প্রতিষ্ঠানে কর্মরত থাকা আশফাকুর রহমান রবিনকে....

তবে বিয়ের বিষয়ে পূর্নিমার প্রথম স্বামী বলেন আমি বিয়ের কোনো কিছুই জানতামনা এবং আজই মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তার বিয়ের বিষয়ে এবং আমি তাদের নতূন জীবনকে অভিনন্দন জানাই

এবং বিয়ের বিষয়ে পূর্নিমা বলেন আমার একটি মেয়ে আছে সে স্কুলে পড়ে আর তাই আমি চাইনি বিষয়টি গন মাধ্যমে সে ভাবে আসুক 

তবে চিত্র নায়িকা পূর্নিমা এবং তার প্রথম স্বামী ফাহাদ জামিল তাদের বিচ্ছেদ হওয়ার কারনটি এখনো সেভাবে গন মাধ্যমকে খোলাসা করেননি। 

কলমে.... Gwa




Post a Comment

أحدث أقدم