-রেডিও শহর ডেস্ক
আল্লাহ্ চাইলে কী না পারেন,
তিনিই তো বিশ্ব জাহানের অধিপতি
তিনিই তো এত বড় দোজাহানের মালিক
আর তিনিই যদি স্বয়ং রক্ষাকারী হন তাহলে আর কিসে ভয়!
ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটে গেলো ময়মনসিংহে....
সৃষ্টিকর্তা তাকে হেফাজত করুন।
সড়ক দুর্ঘটনায় এই নবজাতকের বাবা, মা এবং বোন ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় অলৌকিকভাবে সাত মাস বয়সী এই নবজাতক বেঁচে যায়। সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সাত মাসের নবজাতক বেরিয়ে যায়। এই নবজাতক শিশুকে ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে
ডেস্ক রিপোর্ট
Post a Comment