//পদ্মা সেতু নিয়ে পাকিস্তান তরুনদের মন্তব্য//

//পদ্মা সেতু নিয়ে পাকিস্তান তরুনদের মন্তব্য//


-রেডিও শহর ডেস্ক
 

অনেক জল্পনা কল্পনা এবং কাঠ-খড় পোড়ানোর পর বর্তমান সরকারের হাত ধরেই স্বপ্নের পদ্মা সেতু পিলারে দাড়িয়ে  ২১ জেলার মানুষকে স্বল্প সময়ে যাতায়াতের ব্যাবস্থা করে দিলো 

পদ্মা সেতুর নাম এখন পুরো পৃথীবি জুরে স্বপ্নের পদ্না সেতু পৃথীবির দীর্ঘতম সেতু গুলোর পাশে নিজ নাম লিখিয়ে বাঙালি জাতির নাম উচ্চ অবস্থানে নিয়ে গেছে   এবং কি! স্বপ্নের পদ্মা সেতু নিয়ে এখন! পাকিস্তানেও বেশ মৌখিক চর্চায় ব্যাস্ত সেখানকার তরুন প্রজন্ম। 

সম্প্রতি পাকিস্তানের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে পাবলিক রি এ্যাকশন আকারে পাকিস্তান তরুন সমাজের কাছে জানতে চাওয়া হয়েছিলো পদ্মা সেতুর ব্যাপারে! সেই পাবলিক রি এ্যাকশনে সকলেই বলেন?  আমরা বাংলাদেশের ইউটিউবারদের মাধ্যমে পদ্মা সেতুর ভিতিও দেখেছি এবং সত্যি কথা বলতে? বাংলাদেশ সত্যিই খুব বড় একটি কাজ করেছে  একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে! সে দেশের যোগাযোগ ব্যাবস্থার উন্নতি ঘটানো উচিত আর সেটা বাংলাদেশ করে দেখাতে পেরেছে

ডেস্ক রিপোর্ট 


Post a Comment

Previous Post Next Post