উর্ফির পর এবার নিজের হট লুক প্রকাশ্যে আনলেন ছোট বোন ডলি //নেটিজেনদের কাহিস অবস্থা

উর্ফির পর এবার নিজের হট লুক প্রকাশ্যে আনলেন ছোট বোন ডলি //নেটিজেনদের কাহিস অবস্থা


-রেডিও শহর ডেস্ক
 

বড় বোন উর্ফি জাবেদ তার হট লুকের জন্যই নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়  এক কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্ফির কোন পোস্ট আপলোড হওয়া মানেই নেটিজেনদের ধাক্কা ধাক্কি অবস্থা লেগে যায় রি এ্যাক্ট এবং কমেন্টস করার জন্য এবং বলি পাড়ায়ও উর্ফিকে নিয়ে চর্চার কোনো কমতি নেই বলা চলে

তবে সম্প্রতি উর্ফি জাবেদের ছোট বোন ডলি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ফটো শেয়ার করেন এবং সেই ফটো দেখে নেটিজেনদের ঘুম হারাম অবস্থা হওয়ার যোগার সেই ফটো দেখে আবার? অনেকেই তাতে লিখেছেন! মনে হচ্ছে বলিউডে তিনিও তার বড় বোন উর্ফির মত উষ্ণতা ছড়ানোর জন্য তৈরী হচ্ছে,

এমন আরও অনেক কমেন্টস করেছেন ডলির শেয়ারকৃত সেই পোস্টটিতে  - তবে এখন পর্যন্ত ডলি তার ভক্তদেরকে কোনো প্রকার রিপ্লাই দিয়ে এ সকল কমেন্টস এর কোনো প্রকার জবাব না দিলেও! বড় বোন উর্ফির পথেই যে ছোট বোন ডলি হেটে চলেছেন সেটা আর নেটিজেনদের বুঝতে বাকি নেই। 


ডেস্ক রিপোর্ট 


Post a Comment

أحدث أقدم