একটি ফুল শয্যার রাত // এক অন্যরকম অনুভূতি

একটি ফুল শয্যার রাত // এক অন্যরকম অনুভূতি


-রেডিও শহর ডেস্ক
 

বাসর রাতে আমার স্বামী আমাকে প্রেম নিবেদন করেছিল । বেচারা খুব একটা গুছিয়ে কথায় বলতে পারছিলো না । কিন্তু কথা গুলি এখনো আমার মনে বিঁধে আছে । সে বলেছিলো, "আমি কোটিপতি বাবার সন্তান নই, অল্প বেতনে চাকরি করি, তোমাকে হয়তো দামি সোনা গয়না প্রতি মাসে কিনে দিতে পারবো না, কিন্তু এক বুক ভালোবাসা দিতে পারবো । আমি তোমার প্রেমে পড়তে চাই । আমি চুপ করে ছিলাম । পারিবারিক মতামতের উপর বিয়ে হওয়াতে আমি আমার বরকে ভালো ভাবেই চিনতাম না। কিন্তু, কতটা না মায়ার বাঁধনে যে আমাকে আপন করে নিলো । সেদিন আমি মিনমিন করে বলেছিলাম "আমি শুধুই আপনাকেই চাই💘💘

.

মাস পেরোলো, বছর ঘুরতেই, যে মানুষটি ছাড়া আমার জীবন আমি কিছু কল্পনা করতে পারতাম না, সে মানুষটি আমাকে বলছে, তাকে ডিভোর্স দিয়ে অন্য কারো সাথে  সংসার করার জন্য । আমার শশুড় শাশুড়ী আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে । আমার দুই দেবর বিবাহিত, তারা এবং তাদের বৌ আমাকে বড় বোনের মতো সম্মান করে । এদের ছেড়ে আমি কোথায় যাবো  ?

কেউ আমাকে ধোঁকা দেয়নি, ধোঁকা দিয়েছে আমার ভাগ্য । কারণ আমার বর কোনোদিন বাবা হতে পারবে না । আমেরিকা থেকে উন্নত চিকিৎসা করে এসে সেদিন আমার বর, আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে । কেঁদে কেঁদে বলেছিলো, জানো ইরা, আমি কোনোদিন বাবা হতে পারবো না, আমাকে ক্ষমা করো । তুমি অন্য কাউকে  বিয়ে করে সুখী হও । সেদিন আমার বরের সাথে আমিও কেঁদেছিলাম অনেক।

.

আমার মেজো দেবরের বৌ প্রেগনেন্ট । সে আমাকে আপু বলে ডাকে । প্রেগনেন্ট হবার পর সে আমার সামনেই আসে না । একদিন দুপুরে তাকে ডেকে বললাম, কিরে দিয়া !! এতবড়ো খুশির সংবাদ তুই লুকিয়ে রেখেছিস ? সেদিন  ইরা কেঁদে কেঁদে বলেছিলো, "জানো আপু, আমি আল্লাহর  কাছে দোয়া করি আমার যেন জমজ সন্তান হয় । আমার জমজ সন্তান হলে তোমাকে আমার একটি সন্তান দিয়ে দিবো । এর এমন ত্যাগিময় কথা শুনে সেদিন কান্নায় আমার দু চোখ ভিজে গিয়েছিলো।

সবাই কি ত্যাগী হতে পারে?

.

দিয়ার জমজ মেয়ে হয়েছে । আল্লাহ এক সাগর দয়া নিয়ে আমাদের সামনে এসেছেন । যেদিন হয়েছে সেদিনই অামাকে তার এক মেয়েকে দিয়ে দিছে । অামার দেবর, শশুড় - শাশুড়ী কেউ অাপত্তি করেনি । স্বামী যেখানে চাকরী করে অামরা যেখানে বাসা নিয়েছি । অামার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে । তার নাম রেখেছি আনিকা । জমজ সন্তান নাকি দেখতে একই রকম হয় । তবে আনিকার চেহারার সাথে দিয়ার মেয়ের চেহারা আর দৈহিক গঠন অালাদা । অাল্লাহ আনিকাকে অামার জন্যই পাঠিয়েছে । তার জন্য দোআ করবেন।

ভালোবাসায় ভালো থাকে, শহরতলীর গলিতে গলিতে

Post a Comment

أحدث أقدم