-রেডিও শহর ডেস্ক
এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকাকে চেনেননা! এমন দর্শক হয়তো কমই আছে অনেকেই হয়তো জানেননা এই সুন্দরী অভিনেত্রীর জন্মা কোথায় এবং তার বেড়ে ওঠা কোন দেশে বাদামি চোখের এ চিত্র নায়িকার জন্মস্থান ইরাকে এবং সেখানেই তিনি তার শৈশবের অনেকটা সময় অতিবাহিত করে নিজ পিতৃভূমিতে পরিবারের সংঙে স্থায়ী হন এবং বাংলা সিনেমার সাথে যুক্ত হন, ২০০৬ থেকে ২০১২//১৩ পর্যন্ত এ নায়িকার দর্শক জনপ্রিয়তা ছিলো আকাশ চুম্বি, তাকে বেশিরভাগ সিনেমাতেই দেখা গিয়েছে এ্যাকশন চরিত্রে....
এবার সেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে চিত্র পরিচালক মিজানুর রহমান মিজানের হাত ধরে আসছে! মুনমনুের রাগি নামক নতূন একটি সিনেমা এ সিনেমার গল্প সম্পর্কে এখনো সেভাবে জানা না গেলেও সিনেমা সংশ্লিষ্টদের বরাতে জানা গিয়েছে! সিনেমাটি খুব ভালো একটি গল্প নির্ভর সিনেমা এক কথায় বলতে গেলে এ সিনেমাটি থ্রিলার টাইপ একটি সিনেমা এবং এ সিনেমায় নাকি মুনমুনকে দেখা যাবে ভিন্ন এক রুপে।
ডেস্ক রিপোর্ট Gwa
إرسال تعليق