দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন চিত্র নায়িকা পূর্নিমা

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন চিত্র নায়িকা পূর্নিমা


-রেডিও শহর ডেস্ক

সাধারন পরিবার থেকে শুরু করে  মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং ধনী পরিবারে! সুখ শান্তি মন মালিন্য বিদ্যমান  কেউই বলতে পারবেনা যে! তিনি সুখ শান্তি এবং মন মালিন্যের উর্ধে আছেন  তবে কখনো কখনো আবার! সেলিব্রিটিদের লাইফেও এসব চলে আসে পর্দার ভেদ করে বাস্তব জীবনে এবং এবার ঠিক তেমনটিই ঘটে গেলো ঢালিউড বিউটি কুইন পূর্নিমার লাইফে,

সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং তিনি তার অতীতকে পাশ কাটিয়ে বর্তমানে কিছু কথাই প্রকাশ করলেন দ্বিতীয় বিয়ে করা নিয়ে....


জানুন....


বিয়ের প্রসঙ্গে এই নায়িকা বলেন, “সিদ্ধান্তটা নেওয়া হয়েছে হুট করেই। রোজার ঈদের পর। পরিবারকে যখনই জানানো হয়েছে ওনারা বলেছেন, ‘তাহলে আর দেরি করো না। এক দুই সপ্তাহের মধ্যে বিয়ে করে ফেলো।’ কোনো ধরনের কোনো প্রস্তুতিও ছিল না। হুট করেই আমরা বিয়েটা করেছি। বিয়ের পর সবাই একটু অসুস্থ ছিলাম। প্রত্যেকেরই জ্বর, আমার আম্মা এখনো হাসপাতালে ভর্তি। ফলে বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ারও সুযোগ হয়নি।’’


দ্বিতীয় স্বামী আশফাকুর রহমান রবিন সাথে চিত্র নায়িকা পূর্নিমা



দুই মাসে নতুন জীবনের অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে পূর্ণিমার ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভালোভাবে আছি। চাচ্ছি সব ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকতে। সবাই যেন পজিটিভভাবে জিনিসগুলো নেয়। কারণ মানুষ নেগেটিভ ভাইব দিয়ে এসব নিউজ ক্যাশ করতে চায়। ওটাকে ভয় পাচ্ছিলাম। আল্লাহর রহমতে যখন দেখলাম আমার দুই ফ্যামিলিই খুবই ভালোভাবে মেনে নিয়েছে। তখন তো আর কিছু বলার নাই।’


সবশেষে পূর্ণিমা জানান, আত্মীয়স্বজনকে এখণো সেভাবে বিয়ের কথা বলা হয়নি। অপরদিকে স্বামী রবিনের আত্মীয়স্বজনদের কয়েকজন দেশের বাইরে থাকেন। তাদের নিয়ে হয়ত আগামী ডিসেম্বরে শীতের মধ্যে একটা অনুষ্ঠান পরিকল্পনা রয়েছে। তবে একদম ঘরোয়াভাবে হবে সেই আয়োজন। তাতে হয়ত ২০ জনের মতো অতিথি থাকবেন।


উল্লেখ্য, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিনের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায়। বাবা-মার পাশাপাশি দুই বোনকে নিয়ে তাদের সংসার এবং পূর্নিমা আরও বলেন মানুষের লাইফ হচ্ছে ঘটনা বহূল আর তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের নতূম জীবনে ভালো থাকার জন্য দোয়া করবেন সকলে। 


Post a Comment

নবীনতর পূর্বতন