-রেডিও শহর ডেস্ক
বুলবুল আহমেদ। ঋদ্ধ দর্শকদের অতি প্রিয় এক অভিনয় শিল্পী। ছিলেন ব্যাংকার। তবে অভিনয়ের নেশাটা ছিলো ছাত্র বেলা থেকেই। আমাদের যখন স্কুল বেলা, তখনই তিনি শুরু করেছেন তাঁর অভিনয় জীবন। ১৯৬৮ সালে "পূর্বাভাস" নাটকে প্রথম অভিনয় করেন বুলবুল আহমেদ। এরপর মঞ্চ নাটকের পাশাপাশি অভিনয় করতেন টেলিভিশনেও। ১৯৭৩ সালে "ইয়ে করে বিয়ে" ছবির মাধ্যমে তাঁর অভিষেক ঘটে চলচ্চিত্রে। আলমগীর কবির পরিচালিত 'সূর্যকন্যা' চলচ্চিত্রে বুলবুল আহমেদ এর অসাধারণ অভিনয় তাঁকে নিয়ে যায় ভিন্ন এক মাত্রায়। পাশাপাশি টেলিভিশনে আবদুল্লাহ আল মামুন পরিচালিত 'ইডিয়েট' বুলবুল আহমেদকে চলচ্চিত্র ও টেলিভিশন উভয় মাধ্যমের দর্শকদের কাছে করে তোলে ব্যাপক জনপ্রিয়। ' রূপালী সৈকতে', 'মোহনা', ' সীমানা পেরিয়ে', 'দেবদাস', 'রাজলক্ষী শ্রীকান্ত', 'ফেরারী বসন্ত', 'বধু বিদায়', 'শেষ উত্তর', 'শুভদা' এমন সব প্রশংসিত ও ব্যাপক আলোচিত ছবি তাঁকে পৌঁছে দিয়েছিল সংস্কৃতি কেন্দ্রীক আলোচনার শীর্ষ পর্যায়ে। চলচ্চিত্র সংসদ আন্দোলন এবং সাংবাদিকতা করার সুবাদে বরাবরই বুলবুল ভাইয়ের সংগে ছিলো সুসম্পর্ক। চমৎকার করে মজার মজার আলোচনা করতেন, রসিকতা করতেন, আবার বলতেন চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে উচ্চতর কথা। চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বাচসাস পুরস্কার সহ পেয়েছেন নানান সম্মাননা পদক ও পুরস্কার। ২০১০ সালের ১৪ জুলাই প্রয়াত হন এই শিল্পী। প্রয়ান দিনে বুলবুল আহমেদ এর স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
ডেস্ক রিপোর্ট
إرسال تعليق