-রেডিও শহর ডেস্ক
আমাদের দৃস্টি শক্তি বা চিন্তা শক্তি কতটা প্রখর? স্রস্টার সৃস্টি সম্পর্কে আমরা কতটা জানি বা কতটা জানার ক্ষমতা রাখি? আদৌ কি আমরা স্রস্টার সকল সৃস্টিকে নিজ সৃষ্টির মাধ্যমে নির্নয় করার মত ক্ষমতা রাখি? দিন শেষে কিন্তু! এমন হাজারো প্রশ্ন মনের মাঝে উকি দেয় এবং প্রবল কৌতূহল জাগে৷ এসব বিষয় বস্তুকে জানার জন্য, ঠিক এমন একটি ঘটনাই এবার সামনে এনেছেন বিজ্ঞানীরা যা কিনা ভাবুক মনে হাজারো প্রশ্নের জন্ম দিতে বাধ্য!
জানুন....
সম্প্রতি এমন একটি ছবি যুক্তরাষ্ট্রের গবেষনা সংস্থা নাসা প্রকাশ করেছে যে ছবিটি কিনা ১৩০০ কোটি বছর আগের, এবং এমনটাই দাবি করছেন গবেষণা সংস্থা নাসা, নাসা এই ছবি সম্পর্কে জানান? আমরা সব সময় চেস্টা করি নিখুত ভাবে যে কোনো গবেষণামূলক ব্যাপার সঠিক ভাবে সকলের সামনে নিয়ে আসার জন্য এবং এই ছবিটির ব্যাপারে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে? এটি সত্যিই একটি মাইলফলক বিষয় যে বিষয়টি কিনা আজকের প্রজন্মের জন্য অনেক বেশি অভাবনীয় এবং সবচেয়ে বড় বিষয় হলো?
এই গ্যালাক্সি গুলোর ছবি আমাদের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে তোলা এবং আমরা এও বলতে চাই! আমরা আমাদের মানব সভ্যতার অতীতে ফিরে যাচ্ছি এবং ১৩০০ কোটি বছর আগের দিনকালে তাকাচ্ছি,
এবং এ বিষয়ে নাসার প্রশাসক বিল নেলসন বলেন? পূরনো এ গ্যালাক্সি গুলো সত্যিই অন্যসব গ্যালাক্সি গুলোর থেকে আলাদা এবং ছবিতে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন? গ্যালাক্সি গুলোর চার পাশে অদ্ভুত এক আলোক রশ্মি খেলা করছে,
ছবিটি প্রকাশ হবার পর! খোদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন! নাসা সত্যিই দারুন কাজ করেছে এবং এ দারুন কাজের জন্য নাসাকে জানাই শুভেচ্ছা এবং এ ছবি গর্ব শুধু যুক্তরাষ্ট্রের একার নয় এ গর্ব গোটা বিশ্ব মানব সভ্যতার এবং এই দিনটি সত্যিই মানব সভ্যতার জন্য একটি গর্বের ও ঐতিহাসিক দিন।
ডেস্ক রিপোর্ট
Post a Comment