-রেডিও শহর ডেস্ক
কথায় আছে যতগুড় তত মিস্টি ঠিক তেমনিই এখন আলোচনা সমালোচনায় মূখর অনন্ত জলিল ও বর্ষার দিন দ্যা ডে সিনেমাটি তবে এও সত্য যে! সিনেমা হিট বা ফ্লপ এর ব্যাপারটি একদমই দর্শকদের হাতে থাকে এবং দর্শক জরিপ অনুপাতেই হিট ফ্লপএর বিচার করা হয়, তো চলুন প্রিয় পাঠক অনন্ত জলিল এবং বর্ষার দিন দ্যা ডের হল রি এ্যাকশন গুলো জেনে নেয়া যাক....
রাজধানীর মধুমিতা সিনেমা হলে গিয়ে দেখা যায় দিন দ্যা ডে দেখার জন্য প্রচুর সিনেমা প্রেমী দাড়িয়ে আছেন এবং তাদেরকে দিন দ্যা ডে মুভি সম্পর্কে প্রশ্ন করা হলে বেশির ভাগ দর্শকই বলেন শুনেছি ছবিটির বাজেট নাকি ১০০ কোটি টাকা আর তাই সিনেমাটি দেখতে এসেছি
আর একজন দর্শককে দিন দ্যা ডে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন? সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে অনেকেই অনেক কিছু বলছে দেখলাম তবে আমি তাদের মত সিনেমাটি না দেখে কোনো প্রকার মন্তব্য করতে চাইনা যেহুত এটাই প্রথম বাংলাদেশের বিগ বাজেটের সিনেমা তাই যেমনই হোকনা এটা কিন্তু আমাদের সিনেমা অংঙনের জন্য একটি গর্বের বিষয়
তবে অনেকেই বলছেন! যারা দিন দ্যা ডে নিয়ে নেগেটিভ কথা বার্তা ছড়াচ্ছেন বা বলছেন তাদের এটা ভাবা উচিত ছিলো? বাংলাদেশে এটিই একমাত্র বিগ বাজেটের সিনেমা এবং সিনেমাটি যেমনই হোকনা কেনো! এটি দেশের জন্য একটি গর্বের বিষয়,
ঈদের দিন থেকে দিন দ্যা ডে এবং পরান সহ সাইকো সিনেমাটি সারাদেশের প্রেক্ষা গৃহে এক যোগে মুক্তি পেয়েছে এবং সমানে সমান টক্করে এ পর্যন্ত দিন দ্যা ডে বাকি দুটো সিনেমার চেয়ে এখন অবধি এগিয়ে আছে।
তো প্রিয় পাঠক দিন দ্যা ডে পরান এবং সাইকো নিয়ে যদি আপনারও কোনো মতামত থেকে থাকে তাহলে নিচে থাকা কমেন্টস বক্সে সেটি লিখে জানাতে পারেন।
ডেস্ক রিপোর্ট
Post a Comment