-রেডিও শহর ডেস্ক
ঢালিউডে এই প্রথম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চিত্র নায়ক এবং ব্যাবসায়ী অনন্ত জলিলে নিয়ে এলেন ১০০শো কোটি টাকা বাজেটের সিনেমা এবং এই ১০০শো কোটি টাকা বাজেটের সিনেমা নিয়ে! রীতিমত বলিউড পাড়ায়ও বেশ প্রসংশা কুরাচ্ছে অনন্ত জলিল এবং তার দিন দ্যা ডে সিনেমা,।
এবং সিনেমাটির কারনে বেশ কিঋু বছর পর হল মুখী হয়েছেন বাংলাদেশের সিনেমা প্রেমীরা এবং শতকরা ৯০% দর্শকই সিনেমাটি দেখে প্রসংশা করে বলেন? বাংলাদেশে যে এত টাকা বাজেটের সিনেমা তৈরী হবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি এবং সিনেমার গ্রাফিক্স থেকে শুরু করে এ্যাকশন গুলো ছিলো হলিউড বলিউডের মতই এবং আমরা চাই অনন্ত জলিল ভবিষ্যতে এর থেকেও ভালো সিনেমা নির্মান করে দেশকে সিনেমা বিশ্বে আরও ব্যাপক ভাবে পরিচিত করুক,
এসব প্রশংসার বাহিরেও আবারও! নতূন একটি বিষয় নিয়ে নেটিজেনদের মাঝে তিক্ততা দেখা দিয়েছে আর সেটি হলো? অনন্ত জলিলের একজন ভক্ত তার ছোট বোনের বিয়ের গহনা বিক্রি করে কোনো সিনেমা দেখলো! তার কি বিবেক মেই! সে-যে তার মিজের বোনের খতি করলো সেটা কি তার বুাঝে আসেনি? এমন আরও অনেক কথায় জেনে বাংলার নেট দুনিয়ায় আগুন জ্বলছে এবং কি অনেকেই তাকে ধান্দাবাজ সহ বিভিন্ন ভাবে কটুক্তি করে লেখা লিখিও করে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে....
তবে সেই যুবক নাকি বেকার এবং সেটি সরাসরি তার প্রিয় নায়ক অনন্ত জলিলকে বলার পর তাকে তার প্রিয় নায়ক তার নিজ প্রতিষ্ঠানে একটি চাকুরীর ব্যাবস্থাও করে দিয়েছেন।
কলমে.... Gwa
Post a Comment