-রেডিও শহর ডেস্ক
যান্ত্রিক জীবনে চলাচলের জন্য বাহনই আমাদের একমাত্র ভরসা হয়ে দাড়ায় তবে সেই বাহন বা বাহন যদি বিপদের কারন হয়ে দাড়ায়? তাহলে সেটা অবশ্যই মেনে নেয়া যায়না....
হ্যা প্রিয় পাঠক আজ আমরা নিত্য যাতায়াত বাহন সি ন জি নিয়ে কথা বলবো এবং এসকল কথা গুলো আমাদের সকলেরই বলা উচিত,
৯০ দশকের পূরনো বাহন বেবি ট্যাক্সিই ছিলো এক সময়ের যাতায়াতের প্রধান বাহন গুলোর মধ্যে অন্যতম, তবে পরিবেশ দূষণের কথা চিন্তা করে অনেক বছর পর ২০০১ সালে বি এন পি সরকার বেবি ট্যাক্সি তুলে দিয়ে সি এন জি নামায় পুরো বাংলাদেশে
এবং সেসময় থেকে এখন পর্যন্ত বহাল তবিয়তেই চলছে বেবি ট্যাক্সির৷ বিকল্প এই সি এন জি গুলো সম্প্রতি স্ক্রিনে দেয়া ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে??
যেমন? ছবিতে খেয়াল করে দেখুন! সি এন জির পেছনের দরজার নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে একদমই নেই এবং এই৷ নিয়ন্ত্রণ আমাদের হাতে না থাকার কারনে? অসৎ চিন্তার ড্রাইভাররা! তার ইচ্ছে মত নিজ গন্তব্যে নিয়ে ছিনতাইয়ের মত বিপদ জনক ঘটনা কিন্তু খুব সহজেই ঘটাতে পারে,
তাই আমাদের সকলেরই উচিত সি এন জিতে ওঠার সময় সি এন জি ড্রাইভারের আচার আচরন খেয়াল করে আরোহন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এসকল বিষয় শেয়ার করে কতৃপক্ষের দৃস্টি আকর্ষণ করা।
ডেস্ক রিপোর্ট Gwa
إرسال تعليق