অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বিয়ে করেছেন। তিনি নিজেই বলেছেন তিনি বিবাহিত । হ্যাঁ, এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেকে বিবাহিত দাবি করেছেন এই অভিনেত্রী!
তবে দীঘির কথায় একটা কিন্তু আছে। জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিবাহিত। দীঘির সেই উত্তর এমন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’
জানা যায়, দীঘি রণবীর কাপুরের অনেক বড় একজন ভক্ত। আর এজন্যই তিনি ফেইসবুক স্টরিতে এমন উত্তর দিয়েছেন।
-রেডিও শহর ডেস্ক
إرسال تعليق