-রেডিও শহর ডেস্ক
বলিউডের ড্যান্স কুইন নোরা ফাতেহিকে কম বেশি সকলেই চেনে জানে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যে ঘটনাটি তার ভক্তকূল মেনে নিতে পারছেননা কি এমন ঘটেছিলো? ঘটনা জানার আগে জেনে নিন এই ড্যান্স কুইন এর সংক্ষিপ্ত জীবন কাহিনী।
নোরা ফাতেহির জন্ম ১৯৯২ সালের ৬ ফেব্রয়ারি কানাডায় একবার তিনি ভারতীয় এক রিয়েলিটি শোতে তার ড্যান্সে আসা নিয়ে কথা বলোছিলেন সে সময় নোরা বলেন! একদিন আমাদের ইস্কুলে একটি ফাংশন হয়েছিলো সেই ফাংশানে আমি নেচে ছিলাম এবং আমার নাচ দেখার পর আমার সহপাঠীরা আমায় উপহাস করেছিলেন, তারপর আমি ইস্কুল থেকে বাসায় এসে! মাকে বলি আমি ডান্স শিখতে চাই এবং অনেক বড় মাপের ডান্সার হতে চাই আমি আমার কথা শোনার পর আমার মা আমাকে বাড়ি থেকে একটু দূরে অবস্থিত এক নাচ ইস্কুল ভর্তি করে দেন....
এবার কি ঘটে গিয়েছে কেন বা কি কারনে নোরা ফাতেহির ক্যারিয়ারে ধস নামবে! কথায় আছে? পর্দায় রাজ করতে হলে পর্দার সামনে বসা মানুষ গুলো মন রক্ষা করে চলতে হয় অর্থাৎ দর্শক যখন! কোনো অভিনেতা বা অভিনেতীর হার্ড ফ্যান হয়ে যায়! তখন সেই অভিনেতা এবং অভিনেত্রীর ক্যারিয়ারের সূর্য সময় চলতে থাকে তখন তিনি খুব সহজেই নাম জস খ্যাতির চুড়ায় খুব সহজেই পৌছে যেতে পারে,
তবে এবার যেন! বে খেয়ালে বিপদেই পড়ে গেলো নোরা ফাতেহি, সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আর সে সময় হাল্কা বৃস্টিও ছিলো, তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে খুব ভারি একটি শাড়ী পড়েছিলেন এবং গাড়ি থেকে নোরা নামার পর সেই শাড়ির আচলটি পানিতে পড়ে হাল্কা ভিজে যেতে দেখে তার৷ বডিগার্ড সেই আচল ধরে তাকে পৌছে দিচ্ছিলেন হল রুমের দিকে, কিন্তু বিধিবাম? সেই দৃশ্য ভিডিও আকারে সৌশ্যাল মিডিয়াতে আসার পর নোরার ভক্তকূল দেখে নোরার উপড় চটে যান এবং অনেকেই সেই ভিডিওতে কমেন্টস করে লিখেন? নোরা তোমার ভাব বেড়ে গেছে - নিজেকে কি মনে করো তুমি টাকা দিয়ে বডিগার্ড রেখেছো নিজেকে গার্ড দিতে নাকি নিজের শাড়ীর আচল ধরে রাখতে?
এসব মন্তব্য দেখে কানাডিয়ান এই অভিনেত্রী ও মডেল ডান্সার বলেন? না আমি আমার বডিগার্ডকে নিজের ভাইয়ের মত দেখি এবং তারাও আমাকে বোনের মত সম্মান করে আর তাই? আমার বডিগার্ড যেটা করেছে সেটা৷ তার বোনের ভালোর জন্যই করেছে নোরা ফাতেহির এমন কথা শুনে তার এক ভক্ত সেই ভিডিওর কমেন্টে লিখেন! তাহলে ঠিক আছে আমরা অহেতুকই তোমায় ভূল বুঝেছি।
ডেস্ক রিপোর্ট Gwa
Post a Comment