//হলি আর্টিজন হামলার ৬ বছর আজ//

//হলি আর্টিজন হামলার ৬ বছর আজ//

-রেডিও শহর ডেস্ক 


হলি আর্টিজান হামলার ৬ বছর আজ... 


আজ ১ জুলাই, হতে চলেছে বিশ্বব্যাপি সাড়াজাগানো হৃদয়বিদারক " হলি আর্টিজান" হামলার ৬ বছর। ২০১৬ সালের আজকের এই দিনে কিছু সশস্ত্র ব্যাক্তি যারা জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলো তারা এই নৃশংস হত্যাকান্ড চালায়। 


রাত ৯ টা বেজে ২০ মিনিটে সর্বমোট ৭ জন লোক হলি আর্টিজানে প্রবেশ করে। তারা ভেতরে প্রবেশের পর গুলি চালায় ও বোমা বিস্ফোরণ ঘটায় পাশাপাশি কিছু জিম্মি করে। গুলাগুলি পরবর্তী সময়ে সেখানে পুলিশ পৌছালে তাদের সাথে বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে ২ জন পুলিশ নিহত হয় এবং বেশ কিছু আহত হয়। 


পুলিশ পুরো এরিয়া ঘিরে রাখে, মাইকে জিম্মিদের ছেড়ে দিতে বললে জঙ্গিরা ৩টি শর্ত দেয় যেগুলো পুলিশ মেনে নেয়নি। তারা ভেতরে আটকৃত কয়েকজনের উপর নির্যাতন চালায়। বিদেশিদের হত্যা করা ধারালো অস্ত্রের মাধ্যমে। 


সিদ্ধান্ত নেওয়া হয় উদ্ধার অভিযান পরিচালনা করার। পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা ঐ স্থানে ছিলো। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস ইউনিট কে দিয়ে অপারেশন পরিচালনার কথা থাকলেও সরকার প্রধান সহ উর্ধতন কর্মকর্তারা ভরসা রাখেন পৃথিবীর অন্যতম চৌকস ও দূর্ধর্ষ ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন উপর। 


পরের দিন সকালে সিলেট থেকে উড়িয়ে আনা হয় প্যারা কমান্ডোদের। সকাল ৭ টা বেজে ৪০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব উদ্ধার অভিযান শুরু হয়। ১২/১৩ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্যারা কমান্ডো ইউনিট। ১ জন জঙ্গি বাদ দিয়ে সবাই নিহত হয়। ততক্ষণে জঙ্গি বিদেশি সহ অনেককেই হত্যা করে ফেলে। 


হলি আর্টিজান হামলায় সর্বমোট ২৮ জন নিয়ত হয়। ২০ জন বিদেশি, ২ জন পুলিশ, ৬ জন জঙ্গি এবং আহত হয় প্রায় ৫০ জন। উক্ত ঘটনার পর আইএস দায় স্বীকার করে। 


বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ১ প্যারা কমান্ডো কতৃক পরিচালিত স্বাসরুদ্ধকর এই মিশনের নাম দেওয়া হয় "অপারেশন থান্ডার বোল্ট"। 


ডেস্ক রিপোর্ট Gwa

Post a Comment

Previous Post Next Post