//আজ মডেলও অভিনেত্রী জয়া আহসানের ৩৯তম জন্মদিন//জয়া আহসান এর সংক্ষিপ্ত জীবনী

//আজ মডেলও অভিনেত্রী জয়া আহসানের ৩৯তম জন্মদিন//জয়া আহসান এর সংক্ষিপ্ত জীবনী


-রেডিও শহর ডেস্ক
 

নব্বইয়ের দশকের একটি মডেলিংয়ে জননন্দিত অভিনেত্রী ও লাস্যময়ী চিরসবুজ তারকা জয়া আহসান ৷


জয়া মাসউদ, যার পরিচিতি নাম জয়া আহসান ৷ তিনি বাংলাদেশের একজন লাস্যময়ী মডেল ও গুণী অভিনেত্রী । তিনি বাংলাদেশ ও ভারত দুই দেশেরই সমান জনপ্রিয় এবং জননন্দিত একজন অভিনেত্রী ৷ সেই সাথে অদম্য, লাস্যময়ী, চিরসবুজ ও চিরযৌবনা অভিনেত্রী হিসেবেও খ্যাত জয়া আহসান ৷ জয়া আহসানের জন্ম গোপালগঞ্জ জেলায় ৷


জয়া আহসান ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, পরবর্তীকালে বিজ্ঞাপন ও সিনেমা দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয়তা অর্জন করেন ৷ জয়া আহসানের চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ খ্রিস্টাব্দে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে । ২০১১ খ্রিস্টাব্দে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গণে নিজের অবস্থান তৈরি করে নেন ।


‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে অভিনয় করে তিনি ২০১২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন । একই বছর প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন । ২০১৩ খ্রিস্টাব্দে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন । এছাড়া ২০১৪ খ্রিস্টাব্দে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন ।


পরিচালক অরিন্দম শীলের হাত ধরে পশ্চিমবঙ্গের টলিপাড়ায় পা রাখেন জয়া আহসান । অভিনয় করেন ‘আবর্ত’ (২০১৩) চলচ্চিত্রে । পরবর্তীকালে সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, অতনু ঘোষ সহ টলিপাড়ার একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন । 'বিসর্জন', 'বিজয়া', 'কণ্ঠ', 'রবিবার'-এর ছবিতে জয়ার অভিনয় ওপার বাংলার মানুষের মনেও জায়গা করে নিয়েছেন । 


দীর্ঘ মডেলিং এবং অভিনয় জীবনে তিনি অনেকগুলো ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন ৷ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তিনি তুমুল জনপ্রিয় এবং জননন্দিত একজন অভিনেত্রী ৷ দুই বাংলায় নিয়মতি তিনি অভিনয় করে চলেছেন সফল একজন অভিনেত্রী হিসেবে ৷ অভিনয়দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এপর্যন্ত । 


আজ লাস্যময়ী ও জননন্দিত চিরসবুজ এই অভিনেত্রীর শুভ জন্মদিবসে জানাই অজস্র শুভেচ্ছা ও ভালোবাসা ৷


শুভ জন্মদিবস Jaya Ahsan 


ডেস্ক রিপোর্ট Gwa

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন