আজ বরেন্য অভিনেতা আফজাল হোসেন এর ৬৮তম জন্মদিন //তিনিই এ দেশের মডেলিংয়ে আমূল পরিবর্তন এনেছিলোন

আজ বরেন্য অভিনেতা আফজাল হোসেন এর ৬৮তম জন্মদিন //তিনিই এ দেশের মডেলিংয়ে আমূল পরিবর্তন এনেছিলোন


-রেডিও শহর ডেস্ক
 

🎂শুভ জন্মদিন🎂

🌹আফজাল হোসেন

অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা।


প্রাথমিক জীবনঃ

আফজাল হোসেন সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। তার ভাইয়ের নাম আলফাজ হোসেন এবং বোন রুমানা আফরোজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছিলেন।


কর্মজীবনঃ

আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন।


এছাড়া তিনি বক্স-অফিস হিট করা "দুই জীবন", "নতুন বউ" এবং "পালাবি কোথায়" সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। বাংলাদেশের মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য।


২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'। এছাড়া তিনি ছবিও আঁকেন। বর্তমানে তিনি নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।


ব্যক্তিগত জীবনঃ

আফজাল হোসেন তানজিন হালিম মনাকে বিয়ে করেন। তার দুইটি পুত্র সন্তান রয়েছে।


[তথ্য- সংগৃহীত। ছবি-নব্বইয়ের দশক]


ডেস্ক রিপোর্ট 

Post a Comment

নবীনতর পূর্বতন