কি করলনে এটা টেসলার এলন মাস্ক" শেষে কিনা নিজের মেয়ের গর্ভেই সন্তান জন্ম দিলেন!

কি করলনে এটা টেসলার এলন মাস্ক" শেষে কিনা নিজের মেয়ের গর্ভেই সন্তান জন্ম দিলেন!


-রেডিও শহর ডেস্ক
 

গোটা পৃথীবি তার আবিষ্কারে হতবাক হয়ে যায় তার প্রতিটি  আবিস্কারে গোটা পৃথীবি জুরে হৈ চৈ পড়ে যায় এবং তিনি তাতে ব্যাপক আনন্দিত হন, পৃথীবিতে একমাত্র কোম্পানি, যে কোম্পানি কিনা দ্রুত গতির রকেট বানিয়ে খুবই অল্প সময়ে চাঁদে আরোহন করে! আবার দ্রুতই ফিরে এসেছিলো, 

হ্যা প্রিয় পাঠক! সেটি আর কোনো কোম্পানি নয় সেটি হচ্ছে টেসলা কোম্পানি, যে কোম্পানির প্রতিটি বিস্ময়কর আবিষ্কারে গোটা দুনিয়া আগামী বিশ্বের উন্নতি সাধন দেখতে পায়,

তবে এবার নতুন কোনো আবিষ্কার নিয়ে কথা হচ্ছেনা  কথা হচ্ছে টেসলার কর্নধর এলন মাস্ক এবং তার সৎ মেয়েকে নিয়ে  এবার এলন মাস্ক এমন এক কান্ড করলেন! যে কান্ডে কিনা অনেকেই হতবাক, এলন মাস্ক এবার তার সৎ মেয়ে বেজুইডেনহাউটের গর্ভে তার সন্তানকে জন্মদিলেন, এই বেজুইডেনহাউটের মায়ের সাথে এক সময় এলন মাস্কের ১৮ বছর যাবৎ সম্পর্ক ছিলো আর সেখান থেকেই এই সৎ মেয়ের সাথে এলন মাস্কের সম্পর্ক,  তবে এ বিষয় নিয়ে ইউরোপের বাহিরের সুশীল সমাজ বলছেন? এটা করা তার একদমই উচিত হয়নি এটা অবশ্যই ঠিক নয়,

এদিকে এর আগেও এলন মাস্ক সন্তান বৃদ্ধি নিয়ে এক সাক্ষাৎকারে বলেন? পৃথীবিডে নবজাতকের আসার অধিকার আছে আর তাই মানব সভ্যতাকে ধরে রাখতে হলে আমাদের সকলকেই সন্তান বৃদ্ধির কথা অবশ্যই ভাবা উচিত। 


ডেস্ক রিপোর্ট 


Post a Comment

أحدث أقدم