-রেডিও শহর ডেস্ক
বর্তমান সময়ে সিনেমা অংঙনে যেকজন দাপুটে নায়িক আছেন তাদের মধ্যে অন্যতম চিত্র নায়িকা মাহিয়া মাহি, সিনেমা অংঙনে মাহিয়া মাহির আগমন ঘটেছিলো জাজ মাল্টিমিডিয়ার কর্নধর আব্দুল আজিজের হাত ধরে এবং জাজ মাল্টিমিডিয়ার কল্যানে মাহিয়া মাহি! এবার ওপার দু বাংলার সিনেমায় বেশ কয়েকটি সিনেমায় কাজ করার সুযোগ পান এবং তিনি তার অভিনয় শক্তি দেখিয়ে রাতারাতি স্টার বনে যান....
লাইট ক্যামেরা এ্যাকশন নিয়ে বেশ ভালোই সময় কারছিল মাহিয়া মাহির - ব্যাস্ততা যেন তাকে অবস্বরই দিচ্ছিলোনা এবং তার এই ব্যাস্ততা এবং জনপ্রিয়তার সামনে তখন! অনেক নায়িকাই যেন অসহায় বোধ করছিলেন, তবে সেসব নায়িকাদের অসহায়ত্ব গুচে যেতে খুব বেশি সময়ও লাগেনি,।
একদিন হঠাৎ করে সকলে শুনতে পেলো পারিবারিক ভাবে মাহিয়া মাহির বিয়ে হয়ে যাচ্ছে সিলেটের এক ব্যাবসায়ীর সাথে বিয়ের পর মাহিয়া মাহি এক প্রকার লম্বা সিনেমা অংঙন থেকে লম্বা বিরতিতে চলে গিয়ে নিজ সংসার জীবনে মননিবেশ করেন এবং এই সুযোগে তার অবর্তমানে পিছিয়ে থাকা নায়িকারা তাদের অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে দর্শক মহলে তার মত করে জায়গা করে নেন,
তবে!সব কিছু ছেড়ে মাহিয়া মাহি চুটিয়ে বছর কয়েক সংসার করার পর? মনো মালিন্য হওয়ার কারনে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যান, এবং বিচ্ছেদের পর দু মাস না পেরোতেই গাজীপুরের এক ব্যাবসায়ীকে দ্বিতীয় বারের মত বিয়ে করে নতুন জীবন শুরু করেন।
দ্বিতীয় সংসার জীবনে চিত্র নায়িকা মাহিয়া মাহি এখন কেমন আছেন? নিঃসন্দেহে খুব ভালো আছেন এবং বিয়ের কয়েক মাস পরেই মাহি তার দ্বিতীয় স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্জও পালন করে এসেছেন,
সম্প্রতি এ চিত্র নায়িকা ঘোষনা দিয়েছেন তিনি এবার সিনেমা প্রযোজনায় নাম লেখাতে চলেছেন এবং তার সিনেমার নায়ক হচ্ছেন! তার দ্বিতীয় স্বামী।
ডেস্ক রিপোর্ট Gwa
একটি মন্তব্য পোস্ট করুন