-রেডিও শহর ডেস্ক
মেহের নিগার....
শাড়ি পরোনি আজ?
দু-হাতে কাচের চুড়ি কিংবা রেশমি চুড়ি,কপালে কালো টিপ লাগিয়ে আজ তার সাথে জোছনা বিলাস করতে বের হওনি বুঝি?
অভিমান করেছো?
অভিমানে শাড়ি না পরে,দিব্যি সারাদিন শুধু ঘুমিয়ে কা/টিয়েছো?নাওয়াখাওয়া বাদ দিয়ে সারাক্ষণ মন খারাপ করে শুয়েছিলে বুঝি?
আজকের চাঁদটা দেখোনি?
দেখোনি সে আলো ছড়িয়ে আকাশের বুকে কেমন দাপিয়ে বেড়াচ্ছে?
তুমি বের হওনি আজ রাতে?আজ রাতে চাঁদ দেখবে আর তারাদের গুনবে না?
এত অভিমান কেন তোমার?
আজকের দিনেও কেউ কাঁদে? অসুস্থ তুমি.....
জ্বর প্রচন্ড নাকি মনের অসুখে ভুগছো?
ওষুধ খাওনি?সে তোমায় নিজের হাতে ওষুধ খাওয়ায়নি?সে তোমায় আদর দিয়েছে আজ?
লক্ষ্মীটি,
তুমি এখনো শুয়ে আছো?জোছনা দেখবে না?শাড়ি পরে হাঁটবে না আমার সাথে?টং এর দোকানে বসে রং চা খাবে না?
কতদিনের জমানো কথা বুকে চেপে আছো,বলবে না সেগুলো?
দেখো না...
এই দেখো,নির্বাক হয়ে বসে আছি আমি!তুমি সত্যিই আসবে না?শাড়ি আর কপালে ছোট্ট কালো টিপ লাগিয়ে আমার পাশে বসবে না?
এই মধুচন্দ্রিমায় তোমার মায়াভরা মুখখানি অপলক দৃষ্টিতে সারারাত তাকিয়ে তাকিয়ে দেখবো বলে বসে আছি তোমার অপেক্ষায়।
আসবে না বুঝি?এখনো অভিমান নিয়ে শুয়ে থাকবে?কথা বলবে না আজ?
আর এদিকে যে আমি ছটফট করছি তোমার মুখখানা দেখার জন্য,তোমাকে ঠিক কেমন লাগছে আজ..বড্ড দেখতে ইচ্ছে করছে।
লক্ষ্মীটি...
চলো না,আজ সব অভিমানী দ্বিধা ভুলে দু'জন এক হয়ে যাই।এই জোছনা রাতে দু'জন প্রেম বিলাই, আমি তোমার সেই পছন্দের পাঞ্জাবি আর তুমি আমার সেই পছন্দের শাড়ি পরে আমার সামনে এসো না একটু।
স্পর্শ করতে না দাও,অন্তত তোমায় দেখে বারবার মুগ্ধ হতে তো দাও সোনা।পাশে এসে বসো,একটু হাসো,হেঁসে পাগল করে দাও আমায়।
স্পর্শ করতে না দাও,অন্তত সামনাসামনি এক নজর দেখতো তো দাও লক্ষ্মীটি।
মেহের নিগার...
তুমি আসবে না?এখনো অভিমানে শুয়ে থাকবে?
এই রাত শেষ হলে কি আর কভু ফিরে আসবে?
প্লিজ আসো,
স্পর্শ করতে না দাও,অধিকার ফিরিয়ে না দাও,অন্তত পাশে এসে তো বসো।এ ঠোঁটে ঠোঁট না রাখো,তীব্র আলিঙ্গন না দাও,অন্তত আজকের এ মধুচন্দ্রিমায় আমার খুব কাছেই আছো;এটুকু তো অনুভব করতে দাও!
মেহের নিগার..
আসবে না?
লেখায়ঃ Md. Fahad Mia
ডেস্ক রিপোর্ট Gwa
إرسال تعليق