এবার পরিচালক অনন্য মামুনের উপর খেপে গেলেন অনন্ত জলিল

এবার পরিচালক অনন্য মামুনের উপর খেপে গেলেন অনন্ত জলিল


-রেডিও শহর ডেস্ক
 

সিনেমা মানেই লভ রোমান্স এ্যাকশন তবে সিনেমার বাহিরেও এসকল বিষয়ের বিচরন  নেহাৎ কমও নয়  সিনেমার মানুষ গুলো যখন পর্দার ওপারে লভ রোমান্স এবং এ্যাকশনে মেতে ওঠে!তখন পর্দার এপারে থাকা মানুষ গুলো! সেটিকে উপভোগ করে থাকে

সম্প্রতি পর্দার বাহিরে পরিচালক অনন্য মামুনের সাথে অনন্ত জলিলের বাস্তব জীবনে তর্ক যুদ্ধ চলছে এবং অনন্য মামুনের উপড়ে চটেছেন খোচ দ্যা সার্চ এর এই নায়ক,

উল্লেখ্যঃ একটি ইন্টারভিউ এ পরিচালক অনন্য মামুন অনন্ত জলিলকে খোচা মেরে বেশ কিছু কথা বলেন এবং সেই ইন্টারভিউটি অনন্ত জলিলের নজরে আসার পর তিনি বলেন?

অনন্য মামুনের এত সাহস হয় কি করে আমাকে নিয়ে সে কথা বলে  আমি তাকে চলচ্চিত্রের পরিচালক বানিয়েছি আমার ছবি মোস্ট ওয়েলকাম এর মধ্য দিয়ে এবং বি এফ ডিসিতে আমার টাকা দিয়ে তাকে সদস্য পদও নিয়ে দিয়েছি  আমি যদি তাকে সামনে পেতাম তাহলে তাকে আমার বিরুদ্ধে সমালোচনা করার জন্য কান ধরে উঠবস করাতাম। 

ডেস্ক রিপোর্ট Gwa

Post a Comment

أحدث أقدم