চিকিৎসার জন্য ভক্তকে দুই লাখ টাকা দিলেন ঢাকাই সিনেমার বিগ বাজেট সিনেমা কিং অনন্ত জলিল

চিকিৎসার জন্য ভক্তকে দুই লাখ টাকা দিলেন ঢাকাই সিনেমার বিগ বাজেট সিনেমা কিং অনন্ত জলিল


-রেডিও শহর ডেস্ক
 

প্রিয় পাঠক অনন্ত জলিলের গ্রামীন ফোনের বিজ্ঞাপনে দেয়া সেই ডায়লগটি মনে আছে কি? অসম্ভবকে  সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, হ্যা প্রিয় পাঠক! তিনি শুধু ডায়লগেই বিস্বাসী নন, তিনি তার ডায়লগের মতই বাস্তব জীবনে সাধ্যমত মত সাহায্য সহযোগিতায় দারুন ভাবে হাত খোলা একজন মানুষ,

তিনি যে তার কর্ম জীবনের বাহিরেও একজন মহৎ মনের  মানুষ ভালো মনের মানুষ সেটা তার ব্যাবহার এবং দান দক্ষিণার ধরনেই বোঝা যায়,

আজ যারা জনাব অনন্ত জলিলের সিনেমা নিয়ে ট্রল করে মুখে ফেনা তুলে ফেলছেন তারা কি একটি বারের জন্য ভেবে দেখেছেন?এই মানুষটি যদি এক যুগ আগে সম্পুর্ন ডিজিটাল সিনেমা ব্যাবস্থা এ দেশে না নিয়ে আসতো! তাহলে ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিজ কোলকাতার টলিউড ইন্ডাস্ট্রিজের চেয়ে কতটা পিছিয়ে পড়তো? 

যারা দীর্ঘদিন যাবতৎ সিনেমা দেখেন এবং সিনেমা দেখতে পছন্দ করেন! তারা কি কখনো খেয়াল করে দেখেছেন? গত ত্রিশ পয়ত্রিশ বছর আগে টলিউডের সিনেমা প্রিন্ট কতটা ঝকঝকে ছিলো এবং আমাদের সিনেমার প্রিন্ট কেমন ছিলো সেটা আর নতূন করে নাইবা বলি,

আমরা কেনো বা কি কারনে ব্যাক্তি অনন্ত জলিল এবং৷ তার সিনেমার সমালোচনা করতে পারিনা সেটার কারন কিন্তু জানা উচিত? 

প্রথমত তিনি তার সাধ্যের মধ্যে দানশীল মনের অধিকারী এবং তিনিই সেই ব্যাক্তি যিনি কিনা নরমাল সিনেমা প্রিন্ট যুগে! খোজ দ্যা সার্চ নামক সিনেমার মাধ্যমে ঢালিউডে ডিজিটাল সিনেমার যাত্রা শুরু করেছিলেন, এবং তিনি চেস্টা করে যাচ্ছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজ যেন উন্নত প্রযুক্তির ছোয়ায় খুব শীঘ্রই ঘুড়ে দাড়ায়,

জাতি হিসেবে আমরা এতটাই হতভাগা যে? নিজ দেশের গুনগান করাতো দূরের কথা উল্টো আমরা সমালোচনা করে আশ পাশে থাকা দেশ গুলোর কাছে নিজেদেরকেই চরম ভাবে ছোট করতে পটু

দিন দ্যা ডে নিয়ে? আমাদের সমালোচনার বদলে যৌক্তিক ও গঠন মূলক আলোচনায় থাকার কথা ছিলো এবং এপ্রিশিয়েট করার কথা ছিলো, এবং সম্ভব হলে অনন্ত জলিলকে সকলে মিলে সাজেশন করা উচিত ছিলো যে? সামনের দিকে এমন বিগ বাজেটের সিনেমা বানালে অবশ্যই যেন ছোট খাটো ভূল গুলোর দিকে খেয়াল রাখেন তিনি, দেশ আমাদের সিনেমাও আমাদের আর তাই আমাদের সকলেরই উচিত নিজ দেশের সিনেমা অংঙনকে ট্রল মুক্ত রাখা, কারন আপনি যখন নিজ দেশের সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সরব হন! তখন সেখানে পাশের দেশে থাকা সিনেমা বোদ্ধারা এসে অহেতুক বিনোদন নিয়ে আমাদের সিনেমাকে ছোট করে দেখে, আসুন দিন দ্যা ডের মত বিগ প্রজেক্টকে এপ্রিশিয়েট করি এবং অনন্ত জলিলকে এর থেকেও উন্নত মানের সিনেমা নির্মানে অধিকতর উৎসাহ যোগাই,

এদিকে গতকাল অনন্ত জলিল তার এক ভক্তকে চিকিৎসা খরচের জন্য দুই লক্ষ টাকা প্রদান করেন এবং এ নিয়ে নেটিজেনদের অনেকেই বলেছেন! সত্যিই অসম্ভবকে সম্ভব করা একমাত্র অনন্ত জলিলেরই কাজ এবং তিনি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ। 

বি দ্রঃ গুনীর কদর করা উচিত

লেখা এবং ব্যাক্তিগত মতামত Gwa







Post a Comment

নবীনতর পূর্বতন