প্রেমের টানে ঢাকার গাজীপুরে আমেরিকান তরুনী

প্রেমের টানে ঢাকার গাজীপুরে আমেরিকান তরুনী


-রেডিও শহর ডেস্ক
 

সম্প্রতি লিডিয়া লুজা নামে এক মার্কিন তরুনী প্রেমের টানে বাংলাদেশের গাজীপুরে ছুটে এসেছেন ইমরান খান নামক এক যুবকের কাছে  ইমরান খানের বাড়ি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এবং তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র  ইমরানরা চার ভাই এক এবং চার ভাই এক বোনের মধ্যে সকলের ছোট ইমরান,

লিডিয়া লুজার ব্যাপারে ইমরান খান এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন! আসলে বিষয়টি তেমন কিছুই নয়, লিডিয়ার সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যানেই পরিচয় ঘটে এবং আমরা ফ্রেন্ড হিসেবে প্রায়শ কথা বলতাম এবং কথা বলতে বলতে এক সময় আমাদের বন্ধুত্ব প্রেমে গড়ায় এবং সে আমার দেশে এসে আমার সাথে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেন

আমি লিডিয়া লুজার ব্যাপারে সবচেয়ে বেশি দূর্রল ছিলাম! যখন শুনেছি তার বাবা মারা গেছে এবং তিনি তার গ্রান্ট মাদারের কাছেই মানুষ হয়েছে তবে লিডিয়া লুজারা তিন ভাই বোন  তিন ভাই বোনের মধ্যে লিডিয়া লুজা মেজ এবং তার দু ভাই এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন,

বিয়ে এবং সামাজিক মর্যদারা ব্যাপারে জানতে চাওয়া হলে ইমরান খান বলেন! দেখুন যেহুত আমি তাকে ধর্মান্তরিত করে নিজ দেশে এনেছি তাই তিনি আমাদের বংশ পদবী মর্যাদায় আমার সাথে থাকছেন এবং এসব বিষয়ে তার কোনো আপত্তিও নেই।


ডেস্ক রিপোর্ট Gwa

Post a Comment

Previous Post Next Post