-রেডিও শহর ডেস্ক
ভোজপুরি নায়িকা আম্রপলিকে সকলেই চিনে থাকবেন তবে! ভোজপুরি এ নায়িকার ব্যাপারে সবাই কতটুকুই বা জানেন?আম্র পলি দেবু বর্তমানে যতটা পরিচিতি৷ লাভ করেছেন সেটা কিন্তু এতটাও সহজ ছিলোনা!
আম্রপলি দেবু ছিলেন খুবই সাধারন পরিবারের একজন মেয়ে তাদের সংসারে অভাব অনটন নিত্য দিনের সংঙী ছিলো একটা সময়, শত অভাব অনটনের মাঝেও এই সুন্দরী হটি নায়িকা তার পর্দায় কাজ করার ইচ্ছেকে নস্ট হতে দেননি!
জানা যায় আম্রপলি দেবু নাকি এক সময় ছোট খাটো একটি শপেও চাকুরীরত অবস্থায় ছিলেন এবং তিনি সে চাকুরীর ফাকে ফাকে ভোজপুরির বিভিন্ন মডেলিং এজেন্সিতে ফটোশুটেও অংশগ্রহণ করতেন
ব্যাক্তি জীবনের বাহিরে তিনি নিয়মিতই যোগাযোগ রাখতেন এজেন্সি গুলোর সংঙে এবং ্হঠাৎ করে একদিন নতূন একটি মডেলিং এজেন্সি থেকে তিনি ডাক পান এবং ডাক পেয়ে তিনি সেই এজেন্সির সংঙে দেখা করেন
তিনি দেখা করতে যাওয়ার পর সেখানে অবস্থানরত এক ভোজপুরি মিউজিক ভিডিও করা পরিচালক এর সাথে তার পরিচয় হয় পরিচয়ের কয়েকদিন বাদ হঠাৎ সে পরিচালক আম্র পলি দেবুকে তার একটি মিউজিক ভিডিওতে কাজের অফার করেন এবং বলেন? মিউজিক ভিডিওর গল্প যদি পড়ে ভালো লাগলে জানিও
আম্রপলি তার পরদিন সেই ডিরেক্টরের সংঙে দেখা করেব এবং মিউজিক ভিডিওর গল্পটি ডিরেক্টর থেকে নিয়ে পড়েন! এবং গল্পটি পড়ার পর তিনি ডিরেক্টর কে বলেন?
গল্পে তো লিপ কিসিং এর সিন আছে এটা আমি করতে পারবোনা আপনি অন্য কাউকে দিয়ে করান আম্রপলির কথা শুনে মিউজিক ভিডিওর পরিচালক বলেন এই কাজটির জন্য তুমি ভালো অর্থ পাবে চাইলে তুমি কাজটি করতে পারো, যেহুত আন্রপলি তার স্বপ্নকে বাস্তব রুপে দেখতে চান তাই তিনি রাজি হয়ে যান এবং রাজি হওয়ার সাথে তিনি পরিচালক কে একটি শর্ত জুরে দেন এবং সেই শর্তটি ছিলো?
আমাকে একটি কাজ করিয়ে বসিয়ে রাখা যাবেনা আমাকে টানা কাজ করাতে হবে যেহুত আম্রপলি দেবু দেখতে বেশ হটি লুকের ছিলেন৷ তাই পরিচালকও তার কথাতে রাজি হয়ে যান এবং এরপর একের পর এক হটি লুকে পর্দায় কাজ করে রাতারাতি আম্রপলি দেবু ভোজপুরি ফিল্ম ইণ্ডাষ্ট্রির৷ হট কুইন বনে যান।
ডেস্ক রিপোর্ট
একটি মন্তব্য পোস্ট করুন