//ঘরোয়া টোটকায় রেশ হবে দূর//

//ঘরোয়া টোটকায় রেশ হবে দূর//


-রেডিও শহর ডেস্ক
 

বিভিন্ন কারণে শরীরের নানা স্থানে র‍্যাশ বের হতে পারে। যেগুলি ত্বকে অ্যালার্জি হিসেবেও প্রতিক্রিয়া দেখা যায়। নাকের উপর, গালের দুপাশে, কপালের মধ্যে লাল ভাব, চুলকানি, ছোট ছোট ফুসকুড়ির মতো র‍্যাশ দেখা যায়। তবে এমন সমস্যা হয় কেন?নতুন কোনও প্রোডাক্ট ব্যবহার শুরু করলে, শরীরে তাপমাত্রা বেড়ে গেলে কিংবা ব্যাকটেরিয়া, ভাইরাল বা ছত্রাকের সংক্রমণ ঘটলে, ত্বকের উপর ফোঁড়া, র‍্যাশের মতো সমস্যাগুলি তৈরি হয়। আর এই ধরণের র‍্যাশের সমস্যা মেটাতে ঘরোয়া টোটকার উপর ভরসা রাখা ভাল। সাধারণ কতকগুলি সাবধানতা অবলম্বন করলে ও সঠিক পরিচর্চা করলে সুরাহা মিলবে দ্রুত।

অলিভ ওয়েল- অলিভ অয়েলে রয়েছে উচ্চমানের ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্টের বৈশিষ্ট্য। ত্বককে মসৃণ করতে ও প্রদাহ বা চুলকানির মতো সমস্যা তৈরি হলে তা দ্রুত নিরাময় হয়। সামান্য পরিমাণ অলিভ অয়েল হাতে নিয়ে ত্বকের উপর সামান্য ঘষলে দারুণ উপকার মেলে। 

ডেস্ক রিপোর্ট 

Post a Comment

Previous Post Next Post