ইদানিং অপূর্বকে উত্যক্ত করছেন টিভি অভিনেত্রী সাবিলা নূর

ইদানিং অপূর্বকে উত্যক্ত করছেন টিভি অভিনেত্রী সাবিলা নূর


সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। এমন সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেতা অপূর্ব। তাকে দেখেই সাবিলা তার বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন! যাজে আমরা বলি ইভ টিজিং । ২০২০ সালের নভেম্বরে এমন বিস্ময়কর ঘটনার দেখা মেলে ‘এক্সচেঞ্জ’ নাটকে।

নাটকটি তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয় বোদ্ধা মহলে। কারণ, পুরুষতান্ত্রিক এই সময়ে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিলো এই নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে এই ঈদে একই রূপে আবারও হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তার বিপরীতে থাকছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্ত্যক্ত করার পর অপূর্বকে এবার বিয়ে করেন সাবিলা!

এবার আবারো মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে ‘এক্সচেঞ্জ রিটার্ন’ নির্মাণ করলেন রুবেল হাসান। 

নাটকটি বানানো প্রসঙ্গে রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post