-রেডিও শহর ডেস্ক
কাচা বাদাম গান গেয়ে হিট ভূবন বাদ্যকারের কাচা বাদাম 2 আসছে এবার জীবন যুদ্ধে জয়ী ভূবন বাদ্যকর কাচা বাদাম 2 নিয়ে এক অনলাইন সাক্ষাৎকারে বলেন?
কাচা বাদাম গানটি যে এভাবে এত দ্রুত সময়ে নেট দুনিয়ায় ঝড় তুলে ফেলবে সেটা আমি ভাবতেই পারিনি এবং এত এত মানুষের ভালোবাসা পাবো সেটাও আমি ভাবতে পারিনি এবং আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে এবং আমার গানকে ভালোবাসার জন্য
সেই অনলাইন সাক্ষাৎকারে সাংবাদিক ভূবন বাদ্যকরকে প্রশ্ন করেন! কাচা বাদাম 2 কবে আসছে এবং গান সহ মিউজিক ভিডিওর কাজ কি শেষ?
এ নিয়ে ভূবন বাদ্যকর বলেন! গানের কাজ শেষ এখন আমরা মিউজিক ভিডিওর কাজ শেষ করে খুব দ্রুতই গানটি রিলিজ এর ব্যাবস্থা করবো
সাংবাদিকঃ আপনার দিনকাল কেমন চলছে এবং শুনলাম আপনি নাকি কাচা বাড়ি ভেংয়ে পাকা বাড়ি নির্মান করছেন?
এ প্রসংঙে ভূবন বাদ্যকর বলেন? আমার আগের ঘরটা একটু নরবড়ে ছিলো তাই কাচা ঘরটি ভেংয়ে পাকা ঘর তুলছি তবে পাকা ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি আর অল্প কিছু কাজ বাকি আছে
সাংবাদিকঃ কাচা বাদাম 2 নিয়ে আপনি কতটা আশাবাদী?
এমন প্রশ্নে ভূবন বাদ্যকর বলেন আসলে আমি কিছু বলতে পারবোনা সব কিছুই নির্ভর করছে আমার গান যারা শোনেন তাদের উপড়ে তবে আমার বিস্বাস! আমাকে যে দর্শকরা৷ এত৷ দূর আসতে সাহস দিয়েছে প্রেরনা দিয়েছে তারা নিশ্চয়ই আমার কাচা বাদাম 2 গানটা শুনবে এবং আমাকে তাদের ভালোবাসায় রাখবে।
ডেস্ক রিপোর্ট Gwa
একটি মন্তব্য পোস্ট করুন