নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা | Shahrukh Khan | Deepika Padukon | Radioshohor

নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা | Shahrukh Khan | Deepika Padukon | Radioshohor


বলিউডের বাদশা শাহরুখ খানকে চিনেনা এমম একটা মানুষও খুজে পাওয়া যাবে না। এই বাদশা কে  শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তার ছবি 'ফ্যান' ছবিতে। মাঝে ৪টি বছর কেটে গেছে। বলিউড বাদশা'র নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা। অবশেষে প্রতিক্ষার পালা শেষ করে তার ভক্তদের জন্য এলো নতুন সুখবর।

করণ জানা গেল শাহরুখের নতুন ছবির নাম। তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত সেই ছবির নাম ‘জাওয়ান’।

এদিকে, কিং খানের নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন দীপিকা পাড়ুকোন ‘পাঠান’ সিনেমার পর। অ্যাকশনধর্মী ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে।

তবে ‘জওয়ান’ সিনেমায় নায়িকা হিসেবে নয়, দীপিকা থাকছেন অতিথি চরিত্রে। এমন তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের একটি সূত্র।


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন