-রেডিও শহর ডেস্ক
ভিন্ন রকম এক গল্প নিয়ে আসছে আলী আজাদ পরিচালিত সিনেমা // পদ্মার বুকে স্বপ্নের সেতু // সিনেমা নিয়ে পরিচালক
আলী আজাদ বলেন! অনেক প্রতীক্ষার অবশেষে আমাদের স্বপ্নের পদ্মা সেতু গর্বের পদ্মা সেতু এবং অহংকারময় পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হতে চলেছে....
পরিচালক আলী আজাদ আরও বলেন!
মূলত পদ্মা সেতু এবং সেতু পাড়ের লোকালয় ঘিরেই আমাদের // পদ্মার বুকে স্বপ্নের সেতু // সিনেমাটি তৈরী করা হয়েছে এবং এ সিনেমার গল্পে দর্শক গ্রাম বাংলার স্বাদ পাবে এবং ছবিটির শুটি আমরা শেষ করে ফেলেছি এখন সম্পাদনার কাজ চলছে
সব কিছু ঠিকঠাক থাকলে! আসন্ন কোরবানীর ঈদেই আমরা সিনেমাটি মুক্তি দেয়ার চিন্তা ভাবনা করছি।
এ সিনেমায় অভিনয় করেছেন
অলিভিয়া মাইশা সান্জু জন
হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব,
শান্তা পাল প্রমুখ এবং আনোয়ার সিরাজী সহ অন্যরা।
বিনোদন ডেস্ক
Ganwala asif
إرسال تعليق