-রেডিও শহর ডেস্ক
মুক্তি পেলো শবনম বুবলি ও আদর আজাদের তালাশ
এবং নিরব ও মিথিলার অমানুষ, দুটি সিনেমা মুক্তির পর
সিনেমা হল গুলোতে ছিলো উপচে পড়া ভীড় এবং চিত্র নায়িকা শবনম বুবলী ও আদর আজাদ স্ব শরীরে দর্শক রি এ্যাকশন দেখতে রাজধানীর একটি সিনেমা হলে হাজির হয়েছিলেন এবং শবনম বুবলি ও আদর আজাদ বলেন!
দর্শকদের কাছে তালাশ দেখার পর অনেক ভালো লেগেছে
এবং যারা এখনো তালাশ মুভিটি দেখেননি তারা হলে আসলে
অবশ্যই তালাশের গল্প দেখে পছন্দ করবেন।
দর্শকদের কাছে রেডিও শহর প্রতিনিধি সিনেমা দুটির বিষয়ে জানতে চাইলে! একজন দর্শক বলেন! আমার কাছে দুটি মুভির গল্প দু রকম লেগেছে, যেমন! তালাশ ছিলো রোমান্টিক থ্রিলার মুভি এবং অমানুষ ছিলো ধোয়াশায় ভরা ভিন্ন রকম এক গল্প সব কিছু মিলিয়েই দুটি মুভিই আমার কাছে ভালো লেগেছে এবং আশা করি অন্যদের কাছেও মুভি দুটি ভালো লাগবে।
ডেস্ক রিপোর্ট
GWA
Post a Comment