//আজ এ অভিনেত্রীর জন্মদিন//

//আজ এ অভিনেত্রীর জন্মদিন//


-রেডিও শহর ডেস্ক
 

অঞ্জনা। এ দেশের ধ্রুপদ নৃত্যের এক প্রতিভাধর শিল্পী। তিনি যখন শিশু তখনই তাঁর নাচ দেখে চমৎকৃত হয়েছিলেন পাকিস্তানের সামরিক জান্তা, প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। নৃত্যের পাশাপাশি অঞ্জনা একজন অভিনয় শিল্পী, নায়িকা। বেশ কিছু ওয়ার্কশপ, কোর্স করার পর আলমগীর কবিরের আহবানে আমি যখন ইন্টার্নি করার মত সহকারী পরিচালক হিসেবে কাজ করছি, তখন উনি শুরু করেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি 'পরিণীতা'। সেই ছবির নায়িকা ছিলেন অঞ্জনা। ওই ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা। ছবির শুটিং বা ডাবিং এ সব সময়ই সহযোগিতা করেছেন তিনি। তখন থেকেই একটা সুসম্পর্ক বিরাজমান রয়েছে। চলচ্চিত্র শিল্পের প্রতি, এই শিল্পের প্রতিটি মানুষের প্রতি তাঁর দরদ সবসময়ই। সবার সংগেই যেন তাঁর আত্মার সম্পর্ক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বেশুমার খুশি হয়েছিলেন তিনি। তবে, একদিন কাঁদো কাঁদো কন্ঠে বলছিলেন, "আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি জানেন? একটি অনুষ্ঠান শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুশি হয়ে আমার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন। এর চেয়ে বড়ো কোন পুরস্কার বা পদক একজন শিল্পীর জীবনে হতে পারেনা।" আজ ২৭ জুন এই ধ্রুপদ নৃত্য শিল্পী ও নায়িকার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা অঞ্জনা। ভালো থাকুন, সুস্থ থাকুন জীবনের প্রতিটি বছর।


ডেস্ক রিপোর্ট 

GWA

Post a Comment

Previous Post Next Post