-রেডিও শহর ডেস্ক
কথায় আছে?
বিয়ে মানেই টক ঝাল তেতোর মত
বিয়ে মানেই এ তিন উপাদান জীবনে চলে আসা
বিষয়টি আসলেই কি তেমন নাকি এসব মুখরোচক গাল গল্প?
সম্প্রতি এমনই এক কান্ড করে বসেছেন ব্রাজিলিয়ান মডেল আর্থার তিনি এক সংঙে তার ৯ জন বান্ধবীকেই বিয়ে করে নিয়েছেন, তবে! এমন কান্ড করার পেছনেও আছে যথেষ্ট কারন!।
কি সেই কারন!
আর্থার পেশায় একজন মডেল ও অভিনেতা তিনি এর আগে আরও তিনটি বিয়ে করেছিলেন এবং সে সম্পর্ক
গুলো বেশিদিন স্থায়ী হয়নি।
কেন হয়নি এবং কি কারনে হয়নি সে বিষয়ে পশ্চিমা এক গন মাধ্যমেকে দেয়া সাক্ষাৎকারে আর্থার বলেন!আসলে সত্যি বলতে! এর আগে আমি যাদের যাদের কে বিয়ে করেছিলাম তাদের সাঘে আমার খুব অল্প সময়ের রিলেশন ছিলো এবং খুব ভালো ভাবে আমরা বোঝাপড়া না করেই বিয়ে করেছিলাম আর কারনেই হয়তো! আমার পূর্বের তিন স্ত্রীর সাথে আমার দীর্ঘ সংসার জীবন গড়ে ওঠেনি,
আর্থার আরও বলেন?
আমি এখন যাদের বিয়ে করেছি তারা কিন্তু আমার
খুব কাছের বান্ধবী ছিলেন তাদের সকলের সাথেই আমার দারুন বোঝাপড়া ছিলো এবং আমি বিয়ের আগে তাদের সকলকে একত্র করে বিয়ে এবং সংসার নিয়ে বেশ খোলামেলা কথা বার্তা বলে নিয়েছিলাম এবং তারা আমার সকল কথা জেনে মেনেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছেন এবং আমি বিয়ের পর তাদের সকলকেই খুশি রাখার চেষ্টা করে যাচ্ছি আমি কখনোই কাউকে আলাদা করে দেখিনা এবং একজনকে দামি কিছু উপহার দিলে বাকিদের কেও সেটি দিয়ে থাকি আর এজন্যই আমি আমার সংসার জীবনে ৯ জন স্ত্রীর সাথেই বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচৃছি।
ডেস্ক রিপোর্ট Gwa
একটি মন্তব্য পোস্ট করুন