//হট ওয়েভ সিরিজ ডুনালি//

//হট ওয়েভ সিরিজ ডুনালি//


-রেডিও শহর ডেস্ক
 

ওয়েব সিরিজ ডুনালি! সিজন 2 তে ব্যাপক সাড়া পাওয়াতে  এবার! সিজন 3 নিয়ে হাজির হয়েছে ডুনালি টিম! সিজন 2 এর চেয়ে সিজন 3 আর একটু ডিফরেন্ট ভাবে ম্যাক করার চেস্টা করেছে টিম ডুনালি, জানা গেছে! সিজন 2 এর চেয়ে সিজন 3 তে দর্শক আরও বেশি খোলামেলা দৃশ্য দেখতে পাবে স্ক্রিনে এবং এমন কথা শোনার পর নেটিজেনদের যেন  মাথা নস্ট অবস্থা.

তবে এসব ওয়েভ সিরিজ সম্বন্ধে অনেক দর্শক মন্তব্য করে লিখেছেন ( ইউটিউব চ্যানেলে কমেন্টে ) যা পরিবার নিয়ে দেখার যোগ্য নয় তা বানানো উচিত নয় এবং এসব দেখে তরুনরা ভালো কোনো মেসেজও পায়না, বরং এসব ওয়েব সিরিজ এর কারণে সমাজে ধর্ষণের মত ঘৃন্য কাজ বেড়ে চলে৷ 

প্রিয় পাঠক
এসকল ওয়েব সিরিজ নিয়ে!
আপনার কোনো মন্তব্য থাকলে!
নিচের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। 

বিনোদন ডেস্ক 

Post a Comment

নবীনতর পূর্বতন