Radio Shohor

No title


-রেডিও শহর ডেস্ক
 

নির্মলেন্দু গুণ। ১৯৪৫ সালের ২১ জুন, নেত্রকোণা জেলার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন এই কবি। বাড়িতেই প্রাথমিক শিক্ষা নিয়ে ক্লাস থ্রি তে ভর্তি হন বারহাট্টা করোনেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউটে। ১৯৬২ সালে দুই বিষয়ে লেটারসহ প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। তার আগেই নেত্রকোনা থেকে প্রকাশিত 'উত্তর আকাশ' পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু গুণের প্রথম কবিতা "নতুন কান্ডারী"। রেসিডেন্সিয়াল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। ১৯৬৪ সালে আইএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে যে ১১৯ জন প্রথম বিভাগ পেয়েছিলেন তাদের একজন নির্মলেন্দু গুণ। তাঁর বাবার ইচ্ছে ছিলো তিনি ডাক্তারী পড়বেন, কিন্তু নির্মলেন্দু গুণ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে। দাঙ্গার কারণে, তিনি কিছুদিন গ্রামের বাড়ি গিয়ে থাকেন। কিছুদিন পর অবস্থা স্বাভাবিক হলে, তিনি ফিরে এসে দেখেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর নাম লাল কালি দিয়ে কেটে দেয়া হয়েছে। ১৯৬৫ সালেই তিনি বুয়েটে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও সেখানে ভর্তি হন নি। ১৯৬৯ সালে প্রাইভেট পরীক্ষা দিয়ে বি,এ পাশ করলেও এর সার্টিফিকেট তিনি তোলেননি। স্বাধীনতার আগে তিনি বামপন্থী রাজনীতির সংগে জড়িয়ে থাকলেও ১৯৬৬ সাল থেকেই ৬ দফার পক্ষে থেকেছেন। কবিতা লিখার পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেন। ১৯৭০ সালে প্রকাশিত হয় নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ "প্রেমাংশুর রক্ত চাই"। বিপুল জনপ্রিয় হয় এই কাব্যগ্রন্থ। স্বাধীনতার আগে কিংবা পারে সবসময়ই প্রগতিশীল শক্তির পক্ষে থেকেছেন, লিখেছেন। যে কোন বিপর্যয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর কলম সোচ্চার থেকেছে। ১৯৭৫ সালের আগষ্টে মর্মান্তিক, পৈশাচিক ঘটনার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে এবং সামরিক শাসনের বিরুদ্ধে হাতে গোনা যে কজন সাহিত্যিক নিজ নিজ লেখায় সোচ্চার হয়েছিলেন তিনি তাঁদের একজন। পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অনেক অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। আজ ঋদ্ধ পাঠকের প্রিয়, সমৃদ্ধ এই কবির জন্মদিনে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা।
ছবিঃ (বামে) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সত্যজিৎ রায়ের বাড়িতে বালিকা মৃত্তিকা ও নির্মলেন্দু গুণ। (ডানে) ঝালকাঠিতে জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত ধানসিঁড়ি নদীর তীরে কবি শামসুর রাহমান, কবি নির্মলেন্দু গুণ ও কবি সিকান্দার কবীর। মৃত্তিকা গুণ, সিদ্ধার্থ পাবলো ও নির্মলেন্দু গুণ। তাঁর কবিতা অবলম্বনে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নির্মলেন্দু গুণ, সেই ছবির সেটে।

Post a Comment

Previous Post Next Post