-রেডিও শহর ডেস্ক
কথায় আছে! জেগে জেগে স্বপ্ন দেখলে সে স্বপ্ন মাকি স্বপ্নই রয়ে যায়, আর তাই! জেগে দেখা স্বপ্নকে দিবা স্বপ্নের আখ্যা দিয়ে এমন উক্তি রচনা করে গেছেন পূর্বের গুনিনগন।
তবে! চিত্র নায়িকা রোজ নিপাও যে কম জাননা সেটা তিনি নতূন ডায়লগে প্রমান করলেন, রোজ নিপা বলেন
বড্ড ভালোবাসি ছবিটি নিয়ে এখনো আমি অনেক বেশি আশাবাদী এবং এ নায়িকা আরও বলেন! এরপর আমি দেশের বাহিরে গিয়ে নতুন মুভির শুটিং করবো প্রয়োজনে নিজের কিডনী এবং জায়গা জমি বিক্রি করে নতুন মুভির কাজ শুরু করবো। তবুও আমি মুভি বানাতেই থাকবো।
রোজ নিপা হিরো আলম প্রসঙ্গে আরও বলেন!
হিরো আলম প্রচুর কস্ট করে এখান পর্যন্ত এসেছে
এবং এখনো সে টিকে থেকে কাজ করে চলেছে এবং ভালো কাজ করেও যাচ্ছে, হিরো আলম ভাই যদি তার কাজের ধারাবাহিকতা ধরে রেখে কাজ করতে পারে তাহলে আমি কেনো পারবোনা।
ডেস্ক রিপোর্টার// Gwa
Post a Comment