দীর্ঘ বিরতির পর আরফিন রুমি ফিরলেন প্রেমের পরশে গান নিয়ে | Arefin Rumi New Song

দীর্ঘ বিরতির পর আরফিন রুমি ফিরলেন প্রেমের পরশে গান নিয়ে | Arefin Rumi New Song


-রেডিও শহর ডেস্ক
 

আরফিন রুমির গান মানেই অন্যরকম স্বাদ 

২০১৬ সালের পর ভক্তের প্রিয় কন্ঠ আরফিন রুমি

মিউজিক ভিডিও থেকে অনেকটা আড়ালেই ছিলেন!

কেনো বা কি কারনে ছিলেন সেটি ছিলো অস্পষ্ট  ধোয়াশায়!

তবে তার আড়ালে চলে যাওয়াটা হয়তো! তার ভক্তকূল একদমই মেনে নিতে পারেননি! এমনকি রুমি ভক্তরা তার ব্যাক্তিগত ফেসবুক পেজে গিয়ে তাকে ব্যাক করার অনুরোধ জানান।  এবং অনেকেই তার পোস্টে কমেন্টে লিখেন ! বস আপনার গান কন্টিনিউ আসেনা কেনো!  আপনার গান খুব পছন্দ করি, প্লিজ বস ব্যাক করুন সহ অনেক অনেক ফিরে আসার অনুরোধ। 


তবে ফাইনালি এ গানের যাদুকর দিলেন

তার ভক্তকূলকে খুশির সংবাদ! দীর্ঘ বিরতি ভেংয়ে তিনি, তার ভক্তদের জন্য গত মে মাসের ১ তারিখ সিডি চয়েজের ব্যানারে মুক্তি দিলেন। 

প্রেমের পরশ শিরোনামে দারুন মিস্টি একটি গান

এবং গানটি তার ভক্তরা শোনার পর  কমেন্ট করে প্রশংসায় ভাসান। 


গানটির বিস্তারিত 

Song : Premer Poroshe Singer : Arfin Rumey & Nischup Bristy Lyric : Anurup Aich Tune : Arfin Rumey Music : Arfin Rumey Album : Premer Poroshe Label : CD Choice Cast : Arfin Rumey & Saraka Edit & Color : S M Tushar Arfin Rumey Costume : Bang Director : Masud Rana Anik Publicity Design: Masum Billah


ডেস্ক রিপোর্ট GWA

Post a Comment

أحدث أقدم