//তবে কি ভাইজান হত্যা হুমকির উড় চিঠির কারনেই আসেননি বিক্রান্ত রোনা মুক্তির পর//

//তবে কি ভাইজান হত্যা হুমকির উড় চিঠির কারনেই আসেননি বিক্রান্ত রোনা মুক্তির পর//


-রেডিও শহর ডেস্ক
  

গতকালই মুক্তি পেয়েছে ভাইজান খ্যাত সালমান খানের নিজস্ব প্রডাকশন SKF ফিল্মস থেকে VIKRANT RONA সিনেমাটি এ সিনেমার প্রয়োজক ভাইজান নিজেই এবং ছবিতে ভাইজান তার বন্ধু কিচ্চো সুদীপকে কাস্ট করেছেন।

দাবাং থ্রিতে কিচ্চো সুদীপকে ভাইজানের বিপরীতে দেখা গিয়েছিলো ভিলেন চরিত্রে এবং সে সিনেমার সেট থেকেই ভাইজানের সাথে দক্ষিণী এ সুপার স্টারের বন্ধুত্ব গড়ে ওঠে

VIKRANT RONA সিনেমাটি মুক্তি পর ভাইজান কেনো আসেনি সে বিষয়ে বন্ধু কিচ্চো সুদীপকে গন মাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি জানান! সালমানকে তার নিজ বাড়ি থেকে বাহিরে বের হবার অনুমতি দেননি পুলিশ প্রসাশন থেকে আর তাই সে আসতে পারেননি। 


সম্প্রতি  ভারতের জনপ্রিয় Rap শিল্পী সিধু হত্যার পরপরই

বলিউড ভাইজান সালমান খানকে এক উড় চিঠির মাধ্যমে হত্যা হুমকি দেয়া হয় এবং এরপরই ভারতের পুলিশ প্রশাসন ভাইজান কে দিচ্ছেন স্পেশাল সিকিউরিটি, আর তাই! প্রশাসনিক অনুমতি না মেলায়! ভাই তার SKF ফিল্ম এর প্রযোজিত সিনেমা VIKRANT RONA ( বিক্রান্ত রোনা )  মুক্তির পর উপস্থিত হতে পারেননি। 


তবে সিনেমার হিরো কিচ্চো সুদীপ 

ও জ্যাকুলিন সহ অন্যান্য কলাকুশলীগন উপস্থিত ছিলেন....


ডেস্ক রিপোর্ট  

GWA

Post a Comment

Previous Post Next Post