//বউ নিয়ে টানাটানি স্বামী আর প্রেমিকের//

//বউ নিয়ে টানাটানি স্বামী আর প্রেমিকের//


-রেডিও শহর ডেস্ক
 

কথায় আছে সংসার সুখী হয় রমনীর গুনে তবে
গুন যে এভাবে আগুন দিয়ে চলে যাবে! সেটা  হয়তো
বিবেজ বানু বুঝতেই পারেননি....

বিস্তারিত 

এইতো গত হওয়া গত ১৪ জুন এর কথা
বিবেক বাবু ধুমধাম করে বিয়ে করে ঘরে তোলেন
মনি কুমারীকে, কিন্তু কে জানতো! বিয়ের সাতদিনের মাথাতেই তিনি তার স্ত্রীকে হারাবেন! তাও আবার নিজ চোখের সামনে থেকে!  

বিবেক বাবু বিয়ের কয়েকদিন পর! তার স্ত্রীর অনুরোধে  বউকে সাথে নিয়ে কাচের চুড়ি কিনতে বাজারে নিয়ে যান, কিন্তু তখনও কি বিবেক বাবু জানতেন যে তার স্ত্রী তার কাছ থেকে পূর্ব প্রেমিকের সাথে ভেগে যাওয়ার ছক কষে বসে আছেন! দুজনে বাজারে যাওয়ার পর একটি ব্যাস্ততম চুড়ির দোকানে দাড়িয়ে চুড়ি দেখছিলোন, বিবেক বাবু নতুন বউয়ের জন্য ভালো চুড়ি খোজ করছিলেন দোকানির কাছে// তারপর হঠাৎ করে দোকানি বলে উঠলেন! ভাই আপনার স্ত্রী  কার সাথে যেন ঐ দিকে যাচ্ছে, দোকানির এমন কথা শুনে বিবেক বাবু পেছনে ঘুড়ে দেখেন তার স্ত্রী একটি ছেলোর সাথে হাটতে হাটতে প্রায়!
একটি অটোর দিকে এগিয়ে যাচ্ছে, এমন দৃশ্য দেখে বিবেক বাবু পেছনে ছুটে বলতে লাগলোন! মনি কোথায় যাচ্ছো দাড়াও! বিবেক বাবুর গলার আওয়াজ শুনে তার স্ত্রী এবং তার স্ত্রীর পূর্ব প্রেমিক দ্রুত দৌড়ে সে অটোতে উঠে অটো ছেড়ে দেন এবং চলে যাওয়ার সময় বিবেক বাবু তার স্ত্রী বলে যান! আমার আশা বাদ দেও আমি আমার প্রেমিকের সংঙেই গেলাম।

ঘর্টনাটি ভারতের অংঙ রাজ্য বিহারের

ডেস্ক রিপোর্ট 





Post a Comment

নবীনতর পূর্বতন