//শেষ বয়সে অসময়//

//শেষ বয়সে অসময়//


-রেডিও শহর ডেস্ক
কথায় আছে! কালের  বিবর্তনে অনেক কিছুই হারিয়ে যায় অনেক কিছুই ভুলে যায় মানুষ, তবে! প্রতিটি মানুষ তার কর্ম দ্বারা বেচে থাকে প্রতি মানুষের অন্তরে। নায়ক সাত্তারকে নিয়ে রেডিও শহরের প্রতিনিধি গানওয়ালা আসিফের সংঙে এভাবেই স্মৃতি চারন করছিলেন তার একজন অন্ধ ভক্ত এবং সেই অন্ধ ভক্তের বয়সও এখন ৬২ বছরের কোঠায়। ( নাম জলিল মিয়া ) 

সাত্তার ভক্ত জলিল মিয়া বলেন! নায়ক সাত্তার ছিলেন আমার সবচেয়ে প্রিয় নায়ক এবং আমি তার সব ছবিই
কমবেশি দেখেছি কিন্তু সবচেয়ে বেশি দেখেছি মধুমালা মদন কুমার ছবিটি// আমার স্পষ্ট মনে আছে! এই ছবিটি একবার আমি আমার বন্ধু বান্ধব নিয়ে দেখতে গিয়েছিলাম এবং টিকিট ব্লাক করার কারনে টিকিট ব্লাকারের সাথে আমাদের হাতাহাতি পর্যন্ত হয় এবং তারপর আমরা টিকিট নিয়ে বিরতির সময় ভেতরে ঢুকে বাকি সিনেমাটি দেখি। 

চিত্র নায়ক সাত্তারের জন্ম ৫ মে ১৯৫৮ 
এবং তার মৃত্যু হয় ৫ আগস্ট ২০২০ এ, সাত্তার অভিনীত বেশ কয়েকটি দর্শক নন্দিত সিনেমার মধ্যে
মধু মালা মদন কুমার - বেদ কন্যা সংখী রানী - সাত ভাই চম্পা - অরুন বরুন কিরনমালা অন্যতম, তবে এ নায়ক জীবনের শেষ লগ্নে! স্ট্রকে প্যারালাইস্ট হয়ে ধুকে ধুকে আর্থিক সংকটে ওপারের ডাকে চলে যান। 

যেখানেই থাকুন ভালো থাকুন 
গ্রাম বাংলার লোকগাথা চির সবুজ নায়ক ( সাত্তার )

ডেস্ক রিপোর্ট 
Ganwala asif 


Post a Comment

নবীনতর পূর্বতন