-রেডিও শহর ডেস্ক
মন আমাদের শরীর আমাদের যেটা প্রয়োজন করবো....
স্বস্তিকা মুখার্জি // তিনি এভাবেই কথা বলেন তিনি এভাবেই কথা বলতে পছন্দ করেন, তিনি সব সময় নারীর স্বাধীনতায় বিস্বাসী....
তিনি মনে করেন!
সমাজে নারীদের সাহসী ভূমিকা পালনে
সব সময় অটুটু থাকা প্রয়োজন তা-না হলে!
পুরুষ শাসিত সমাজে নারীরা কোন ঠাসা বেড়ালের ন্যায়....
স্বস্তিকা মুখার্জির জন্ম ১৩ ডিসেম্বর ১৯৮০ তে এবং তিনি বাঙালি পরিবারে জন্ম গ্রহন করেন, তিনি অভিনেতা শন্ত মুখোপাধ্যায়ের কন্যা, কোলকাতার এ অভিনেত্রীর মিডিয়া অংঙনে প্রথম পদার্পণ হয় টেলিভিশন ধারাবাহিক সিরিয়াল দেবদাসীর মাধ্যমে
এবং এই সিরিয়ালে ভালো কাজ করার সুবাদে তিনি টলিউড সিনেমা ইনড্রাজট্রিজে নাম লেখান, এবং তিনি
উর্মি চক্রবর্তী পরিচালিত //হেমন্তের পাখি// নামে সিনেমায় অভিনয় দক্ষতার প্রমান দিয়ে আরও একটি বিগ প্রজেক্টের যাত্রা শুরু করেন সে সময়ের স্বনামধন্য
পরিচালক রবি কিনাগীর হাত ধরে, এবং তিনি রবি কিনাগী পরিচালিত মাস্তান ছবিটিতে অভিনয়ের মাধ্যমে তার নিজ অবস্থান আরও জোর বলায়ে পোক্ত করে নেন এবং এরপর তিনি! ক্রিমিনাল - মন্ত্র - ক্রান্তি - হ্যালো কোলকাতা সহ আরও অনেক সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন নিজ অভিনয় দক্ষতা দ্বারা।
তবে তিনি তার দর্শক মহলে
খোলামেলা অভিনয়ের কারনেই সবচেয়ে বেশি বেশি প্রসংশিত হন।
ডেস্ক রিপোর্ট
Ganwala asif
إرسال تعليق