-রেডিও শহর ডেস্ক
হাস্যোজ্জ্বল ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র অন্যতম সংগঠক এবং খ্যাতিমান সাহিত্যিক শহিদ জননী মহীয়সী জাহানারা ইমাম ৷
মহীয়সী জাহানারা ইমাম একজন প্রখ্যাত বাংলাদেশি কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী । তিনি বাংলাদেশে ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত ৷ তাঁর পুত্র শহিদ শাফী ইমাম রুমী একাত্তরের একজন শহিদ গেরিলা যো দ্ধা ৷
তিনি ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র অন্যতম সংগঠক ও নেত্রী ৷ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের সপক্ষে আন্দোলন করে গেছেন ৷ মুক্তিযুদ্ধে পা কি স্তা নি বাহিনীর দালাল, এদেশের ঘাতক রাজাকারদের বিচারের দাবিতে সংগ্রাম করে গেছেন ৷ রচনা করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ‘একাত্তরের দিনগুলি’ ৷
১৯২৯ খ্রিস্টাব্দের ৩রা মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বড়ঞা থানার অন্তর্ভুক্ত সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ খ্রিস্টাব্দের ২৬শে জুন, প্রয়াণবরণ করেন মহীয়সী জাহানারা ইমাম ৷
আজ এই মহীয়সী সংগ্রামী নারীর প্রয়াণবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ সম্মান ৷
একটি মন্তব্য পোস্ট করুন